ক্রিকেট বিশ্বকাপের আগেই ‘বিশ্বসেরা’ হয়ে উঠল রোহিতদের দল

বিশ্বকাপের আগেই এবার বিশ্বসেরা হয় উঠল ভারতীয় ক্রিকেট দল। আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল ছিল তারা। এবার পাকিস্তান দলকে ফেলে ওডিআই-তেও এগিয়ে গেল রোহিতদের দল। ফলে, ক্রিকেটের সব ফরম্যাটেই এখন টিম ইন্ডিয়া সেরা ৷

ক্রিকেটে এর আগে একটি মাত্র দল রেকর্ড করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে তিন ফরম্যাটে এক নম্বর দল হয়েছিল তারা।

Untitled-design-144

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলছে ভারত। শুক্রবার মোহালিতে তাদের প্রথম ওডিআই ম্য়াচেই জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াহীন ভারত ব্যাটে, বলে এক অন্যরকম দাপট দেখিয়েছে। এর আগে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং-এ পাকিস্তান দল ছিল এক নম্বরে। ভারতের দরকার ছিল একটি জয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ের সঙ্গে ছিঁনিয়ে নিল সেই জায়গা।

এশিয়া কাপের ফাইনালে জিতে ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এসেছিল ভারত। শুক্রবার পাকিস্তানকে (১১৫) সরিয়ে এক নম্বর দল হল তারা, এখন ১১৬ পয়েন্ট রয়েছে ভারতের। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারা রয়েছে ১১১ পয়েন্টে।

শুক্রবার মহম্মদ শামির পাঁচ উইকেটের দাপটে ২৭৬ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে শুভমন গিল (৭৪) এবং রুতুরাজ গায়কোয়াড় (৭১) ভিত গড়ে দেন। পরে সূর্যকুমার যাদব (৫০) এবং লোকেশ রাহুল (৫৮) দলের জয় নিশ্চিত করেন।

বিশ্বকাপে এক নম্বর দল হিসাবে খেলার সুযোগ রয়েছে রোহিতদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জিততে পারলেই এক নম্বর দল হিসাবে থেকে যাবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে এক নম্বর হওয়ার সুযোগ ছিল। যদি ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিত অস্ট্রেলিয়া, তা হলে প্যাট কামিন্সদের দল থাকতো শীর্ষে। কিন্তু অস্ট্রেলিয়া যদি পরের দু’টি ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান ফের অডিআই র‍্যাঙ্কিং-এ এক নম্বর হয়ে যাবে। অর্থাৎ, এক নম্বর দল থাকতে ভারতকে আরও একটি ম্যাচে জিততেই হবে।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিয়ে প্রথম ১০ দেশের তালিকায় কারা রয়েছেন দেখে নেওয়া যাক:

১) ভারত- ১১৫ পয়েন্ট

২)পাকিস্তান- ১১৬ পয়েন্ট

৩)অস্ট্রেলিয়া- ১১১ পয়েন্ট

৪) দক্ষিণ আফ্রিকা- ১০৬ পয়েন্ট

৫) ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট

৬) নিউজিল্যান্ড- ১০০ পয়েন্ট

৭) বাংলাদেশ- ৯৪ পয়েন্ট

৮) শ্রীলঙ্কা- ৯২ পয়েন্ট

৯) আফগানিস্তান- ৮০ পয়েন্ট

১০) ওয়েস্ট ইন্ডিজ- ৬৮ পয়েন্ট

এটা শেয়ার করতে পারো

...

Loading...