India-Pakistan Conflict: ভারত পাকিস্তান সংঘর্ষ, বন্ধ করা হল একাধিক ভারতীয় বিমানবন্দর

ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করা হল দেশের প্রায় ২৭ টি বিমানবন্দর। জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত এই বিমানবন্দরগুলি বন্ধ রাখা হবে। নিরাপত্তার স্বার্থে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়তে পারে সময়সীমা। 

পাক অধিকৃত সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়ে ভারত শুরু করেছে ‘অপারেশন সিঁদুর’ অভিযান। কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করেছে ভারত। এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের পশ্চিম প্রান্ত বিশেষ করে কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত আকাশপথে বিমান চলাচল প্রায় বন্ধ। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির বিমানগুলিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতের বিমানবন্দরগুলিতে নামছে। এর জেরে ভারতীয় ও বিদেশি নানা বিমান সংস্থা বিভিন্ন বিমানবন্দরগুলি থেকে তাদের বিমান বাতিল করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, আকাসা এয়ার এবং বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা তাদের বিমান বাতিল করেছে। পাশাপাশি ভারতের বিমান সংস্থাগুলি মোট ৪৩০টি বিমান বাতিল করেছে। এমনকি, মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের ১৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল।

এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে সেগুলি হল— শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, পাঠানকোট, জোধপুর, জৈসলমের, উদয়পুর, বিকানের, গ্বালিয়র, রাজকোট, ভুজ, জামনগর, শিমলা, ধর্মশালা, ভাতিন্ডা, হিন্দন, কিশনগড়, কান্ডলা, পোরবন্দর, লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, মুন্দ্রা, কেশদ, এবং থয়স বিমানবন্দর। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...