শেষ চারের লড়াইয়ে বাজিমাত ভারতের।

আবারও দুরন্ত জয় ভারতের। প্রথমে চিরপ্রতিযোগি পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল এর রাস্তা পরিষ্কার করে নিয়েছিল ভারত। কিন্তু তারপর সম্মুখ সমরে জাপানের মুখোমুখি হয়েছিল ভারত। দাপটের সঙ্গে চলতি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতার ফাইনালে পা রাখলো ভারত। শুক্রবার, ১১আগস্ট চেন্নাইয়ের মেয়র রাধা কৃষ্ণন স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়। দ্বিতীয় সেমিফাইনালে ৫-০ গোলে ‘মেন ইন ব্লু’ বাহিনী হারিয়ে দিলো জাপানকে। ১২আগস্ট মেগা ফাইনালে ভারত খেলতে চলেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। এর আগে প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারিয়েছিল মালয়েশিয়া। এদিন আন্তর্জাতিক হকিতে ৩০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন পি আর রাজেশ। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে ভারতের আগ্রাসী মেজাজ ফাইনালেও দেখার অপেক্ষায় রয়েছেন দেশবাসী থেকে শুরু করে হকিপ্রেমীরা ।

প্রথম কোয়ার্টারে জাপান দলের রক্ষণ ছিল অপ্রতিরোধ্য। তবুও ভারত বাহিনীর লাগাতার ২০মিনিট আক্রমণে ভেঙে পরে জাপান।

আকাশদীপ ভারতের হয়ে প্রথম গোল করেন।২মিনিটের মধ্যেই হরমনপ্রীত দ্বিতীয় গোল উপহার দেন। হাফটাইমের মধ্যেই ৩গোল করে ভারত দল। তৃতীয় গোল করেন মনপ্রীত সিং। ৩-০ গোলের পর মানসিক ভাবে ভারত অনেকটাই দৃঢ়তা পায়। ফলে ৩৯ মিনিটে ভারত চতুর্থ গোল দিল। শেলভাম কার্থির পঞ্চম গোলে জয় ছিনিয়ে নেয় ভারত।

এর আগে ভারত ৩৪বার জাপানের মুখোমুখি হয়েছিল।২৭বারই ম্যাচ জিতেছে ভারত দল। শেষ চারের লড়াইয়ে বাজিমাত ভারতের।

আজ, শনিবার হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল । মুখোমুখি হচ্ছে ভারত ও মালয়েশিয়া । অন্যদিকে, এদিন খেলা রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যেও । তৃতীয়-চতুর্থ স্থান দখলের  ম্যাচে মুখোমুখি হবে তারা । এই ম্যাচ থেকেই জানা যাবে, তৃতীয় ও চতুর্থ স্থানে কোন দল থাকছে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...