রেলপথে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান ভ্রমণ একসাথে?

অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সম্প্রতি নিজের রিপোর্টে উল্লেখ করেছেন অমৃত ভারত স্টেশন স্কিমের কথা। পুনর্বিকাশের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৯১টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি সংযোগী অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস -সহ একাধিক মেল/এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চালু করার কথা উল্লেখ করেন জেনারেল ম্যানেজার স্বয়ং।

ভারতের বাথনাহা থেকে নেপাল কাস্টম ইয়ার্ড পর্যন্ত কার্গো ট্রেনের আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থা সম্পর্কেও মন্তব্য করেন তিনি।

নিরাপত্তার উন্নয়নের জন্য বিগত সাত মাসে ১৫টি লেভেল ক্রসিং গেট তুলে নেওয়া হয়েছে এবং ৩৩টি রোড আন্ডার ব্রিজ ও ৮টি রোড ওভার ব্রিজ নির্মিত হয়েছে। এই সময়ের মধ্যেই ২০৭কিমি রেল নবীকরণ ও ৮৬কিমি স্লিপার নবীকরণ সম্পূর্ণ করা হয়েছে।

১১৪ কিমি এলিফ্যান্ট করিডোরে ইন্ট্রিশন ডিটেকশন সিস্টেম চালু করা হয়েছে ট্রেন ও হাতির সংঘাত প্রতিরোধ করতে উত্তর পূর্ব সীমান্তে। এই বছরই সিগন্যাল পাসড আট ডেঞ্জার এর ক্ষেত্রে এখানে সংঘটিত ঘটনা শূন্য। মালিগাঁওয়ে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া কার্যকলাপ, বৃক্ষরোপণ করা হয় এবং খোলা হয় একটি স্টাফ ক্যান্টিন। ১৯ টি নতুন লাইন ও ৩টি রেলওয়ে ইলেকট্রিফিকেশন প্রজেক্ট এর মত নির্মীয়মান প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে প্রশংসা করেন জেনারেল ম্যানেজার। তিনি জানান এই প্রকল্পগুলি সম্পূর্ণ হয়ে গেলে  ১৩০৯.৩৮কিমি নতুন রেলওয়ে লাইন  এবং ৭৮১.৭৭কিমি ডাবল লাইন ও ৯১৩কিমি বৈদ্যুতিক রুট ভারতীয় রেলওয়ে ম্যাপে যুক্ত হবে। বাংলাদেশ ও নেপালের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ প্রকল্পের কাজে এগিয়ে চলার কথাও তিনি জানিয়েছেন। ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য দুটি রুটের পিইটি জরিপ সম্পূর্ণ হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...