গোয়ায় শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জী ইনডোর স্টেডিয়ামে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল আজ বিকেল ৩টে তে। এবছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তথা ইফি-র সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, রজনীকান্ত। এছাড়াও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

                এ বছর মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসবে মহাত্মাকে নিয়ে প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রাসঙ্গিক প্রযুক্তি নিয়েও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, উৎসবে স্থান পাচ্ছে। এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রির মর্যাদা দেওয়া হয়েছে রাশিয়াকে। এই চলচ্চিত্র উৎসবের আকর্ষণ আরও বাড়াতে চলচ্চিত্র অনুরাগীদের জন্য দেশের ৭টি শহরে রোড-শো -এর আয়োজন করা হচ্ছে। জানা গেছে, এ বছর ইফি-তে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস(অস্কার)- এর সভাপতি জন বেইলি'র উপস্থিত থাকার কথা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং পুণের ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'র ছাত্রছাত্রীদের এবারের উৎসবে সরাসরি অংশগ্ৰহণ করার কথা। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...