ICSE ISC RESULT 2024: প্রকাশ্যে এল আইসিএসই এবং আইএসসি মেধাতালিকা, কেমন হল এইবছরের ফলাফল?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর এবার নির্ধারিত সময়েই আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল প্রকাশ্যে এল।

চলতি বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় প্রকাশ্যে আসে এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় ঘোষণা করা হয়। ৬ মে, সোমবার, সকাল ১১টা নাগাদ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ্যামিনেশন (সিআইসিএসই)-এর নয়া দিল্লির দফতর থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২০২৪ সালের মেধাতালিকা প্রকাশ্যে আনা হয়।

দেখা গিয়েছে ২০২৩ সালে দশম শ্রেণির ফলাফল মোট পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ ছিল। এবারে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৯.৪৭ শতাংশ। এছাড়া বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ।

এবারে দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন। তার মধ্যে ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ) ছাত্র এবং ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ) ছাত্রী। এছাড়া এবারে এই পরীক্ষার্থীদের মধ্যে উত্তির্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ ছাত্রছাত্রীরা।

অন্যদিকে, দ্বাদশ শ্রেণির মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন। তার মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ) এবং ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ) । এছাড়া এই বছর পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ ছাত্রছাত্রীরা।

এই বছর আইসইএসই (দশম) শ্রেণির পরীক্ষায় ছিল ৬০টি বিষয় এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষা নেওয়া হয়েছে মোট ৪৭টি বিষয়ে। চলতি বছর ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দশম এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বাদশের পরীক্ষা হয়েছিল।

জানা গিয়েছে যে এবারে দশমের পরীক্ষায় ছাত্রীরা, ছাত্রের তুলনায় বেশ ভাল ফলাফল করেছে। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ এবং ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ। অন্যদিকে, দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে রয়েছে। তাদের পাশের হার যেখানে ৯৮.৯২ শতাংশ, ছাত্রদের পাশের হার সেখানে ৯৭.৫৩ শতাংশ।

পরিষদ আরও জানিয়েছে যে চলতি বছরের শিক্ষাবর্ষ থেকে বন্ধ করা হচ্ছে আইসিএসই ও আইএসসি-র ‘কম্পার্টমেন্ট পরীক্ষা’।

পরিষদের তরফে এ দিন জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে বন্ধ করা হচ্ছে আইসিএসই ও আইএসসি-র ‘কম্পার্টমেন্ট পরীক্ষা’। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পেতেন, তবে এই পরীক্ষা দিত তারা।

যদি কোনও বিষয়ের মূল্যায়ন নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় বার ‘ইমপ্রুভমেন্ট এগজাম’ দেওয়ার সুযোগ পাবে। তবে দু’টির বেশি বিষয়ে পরীক্ষা দিতে পারবে না তারা। এই পরীক্ষাটা নেওয়া হবে জুলাই মাসে। এ ছাড়াও জানা গিয়েছে যে সিআইএসসিই পরীক্ষার্থীরা ফলাফল ‘রিচেক’ করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ১ হাজার টাকা করে জমা দিতে হবে। ৬ মে থেকে ১০ মে পর্যন্ত ‘রিচেকিং’-এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এছাড়া পরীক্ষার্থীরা তাঁদের নম্বর ‘রি-ইভ্যালুয়েশন’-এর আর্জিও চাইলে জানাতে পারবে, তার জন্যে ১,৫০০ টাকা জমা দিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...