মাত্র তিন মাসের মধ্যেই এক লাখের বেশি বুকিং পার করে গিয়েছে ক্রেটা SUV! জানাল হুন্ডাইয়ের সিইও

২০২৪ সালের জানুয়ারি মাসের শুরু থেকেই ৫১,০০০ ইউনিটের বুকিং অতিক্রম করেছিল নতুন হুন্ডাই ক্রেটা। তার ঠিক এক মাসের মধ্যেই প্রায় আরও ২৪০০০ ইউনিটের বেশি বুকিং রেজিস্টার করে ফেলেছে। তিন মাস কাটতেই, সংস্থার তরফ থেকে জানা গিয়েছে যে ভারতীয় বাজারে ক্রেটা SUV বুকিং ছাপিয়ে গেছে প্রায় ১ লাখের কাছাকাছি।

সম্প্রতি, হুন্ডাইয়ের এই ক্রেটা SUV-র সাথে প্রতিযোগিতায় নামতে পারে কিয়া সেলটোস। বর্তমানে তাঁরা একই ধরণের বুকিং-এর ইউনিট অর্জন করেছে। তবে, কিয়া এটি করতে সময় নিয়েছে ছয় মাসের।

বর্তমানে নতুন এই হুন্ডাই ক্রেটা ১১ লক্ষ টাকার মূল্যে শোরুমে পাওয়া যাচ্ছে। এটি মোট সাতটি ভেরিয়েন্টে চালু করা হয়েছে, যার মধ্যে E,EX, S, S(O), SX, SX Tech এবং SX(O)। এছাড়া জানা গিয়েছে যে এই হুন্ডাই ক্রেটা পাওয়া যাবে সাতটি রঙে। সেগুলি হল অ্যাবিস ব্ল্যাক পার্ল, রোবাস্ট এমেরাল্ড পার্ল, ফায়ারি রেড, রেঞ্জার খাকি, টাইটান গ্রে, অ্যাটলাস হোয়াইট এবং অ্যাবিস ব্ল্যাক রুফ (ডুয়েল টোন) সহ অ্যাটলাস হোয়াইট।

এছাড়া এই ক্রেটা এসইউভি-তে তিনটে ইঞ্জিন নির্বাচন করা রয়েছে, যার মধ্যে পেট্রোল, টার্বো পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন রয়েছে।  এছাড়া অনেকগুল গিয়ারবক্সের মত বিকল্প ইঞ্জিন অন্তর্ভুক্ত করা রয়েছে।

এই কোরিয়ান অটোমেকার চলতি মাসের ১১ তারিখে দেশে ক্রেটার পারফর্মেন্সের ভেরিয়েন্ট লঞ্চ করেছে। সেখানে ক্রেটার সমস্ত বিবরণ প্রকাশিত করা থাকবে।

এই SUV ভারতীয় বাজারে প্রতিযোগিতা করবে SUV Kia Seltos, Maruti Suzuki Grand Vitara, Skoda Kushaq এবং Volkswagen Taigun-এর সাথে।

হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের সিইও তরুণ গর্গ এই বিষয়ে জানিয়েছেন যে সম্প্রতি লঞ্চ হওয়া নতুন হুন্ডাই ক্রেটার প্রতিক্রিয়া একেবারে অপ্রতিরোধ্য। ২০২৪ সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। মাত্র তিন মাসে এক লাখের বেশি বুকিং হয়ে গিয়েছে এই গাড়ির। এই গাড়ির আকর্ষনীয়তা হল সানরুফ এবং গাড়ির সমস্ত ভেরিয়েন্টগুলি, যা ৭১ শতাংশ থেকে ৫২ শতাংশে অবদান রাখছে।

আরও জানা গিয়েছে যে এই হুন্ডাই ভারতীয় বাজাএর ক্রেটা SUV-র একটি সর্ব-ইলেকট্রিক সংস্করণ চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইকো-ফ্রেন্ডলি মবিলিটি সলিউশনের দিকে সামঞ্জন্স্য রেখে ২০২৪ সালের শেষের দিকে বৈদ্যুতিক মডেলটি বাজারে প্রকশ্যে আসতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...