দেশের প্রথম থ্রিডি তারামণ্ডল হাওড়াতে, আজ থেকে খুলছে দরজা

এবারের শীতে রাজ্যে নতুন আকর্ষণ হতে চলেছে হাওড়া জেলার থ্রিডি তারামণ্ডল। আজ থেকেই দর্শকদের জন্য খুলে যাচ্ছে থ্রিডি তারামন্ডলের দরজা।

থ্রিডি তারামণ্ডল তৈরি হয়েছে হাওড়া শহরের শরৎ সদন এলাকায়। হাওড়া পুরসভার উদ্যোগে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। চলতি বছরেই পুজোর সময় উদ্বোধন করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

থ্রিডি তারামণ্ডল দেখার জন্য আপাতত ৩টি করে 'শো' থাকবে। দুপুর ৩ টে, ৪ টে এবং ৫ টায়। ছোটদের জন্য টিকিট মূল্য ৭০ টাকা এবং বড়দের জন্য ১২০ টাকা ধার্য করা হয়েছে। বাংলা ইংরেজি ও হিন্দি এই তিন ভাষাতেই 'শো' হবে। ত্রিমাতৃক প্রযুক্তির অ্যানিমেশন সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিতে দেশি এবং বিদেশি সংস্থা যৌথ ভাবে এই প্রকল্পে কাজ করছে। এই প্রেক্ষাগৃহে একশো আসন রয়েছে। এছাড়াও এতে জাপানি সংস্থা ইয়ামাহার সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই তারামন্ডলে দুটি প্রজেক্টর মেশিন ব্যবহার করা হয়েছে। ২৫-৩০ মিনিটের প্রতিটি শো দেখানো হবে।

এতদিন ‘তারামণ্ডল’ বলতে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামকে চিনত মানুষ। এখন হাওড়ার থ্রিডি তারামণ্ডল মহাকাশপ্রেমী মানুষদের কাছে যে অন্যতম গন্তব্য তা বলার অপেক্ষা রাখে না। শরৎ সদন অঞ্চল হাওড়ার অন্যতম প্রাণকেন্দ্র। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বইমেলা বা উৎসবে গমগম করে এলাকা। তারামণ্ডল সেই আবহে আলাদা মাত্রা যোগ করল। শীতের মুখে এই উপহারে দারুণ খুশি হাওড়াবাসী।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...