ধূমপান করলে হয় জরিমানা নয় শাস্তি

আপনি কি ধূমপান করেন বা আপনার কেউ চেনা জানা? হাওড়াতে থাকেন না তো? তাহলে সাবধান! হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পরিকল্পনা গৃহীত হয়েছে, কেউ যদি প্রকাশ্যে অর্থাৎ সবার সামনে পাবলিক প্লেসে মুক্ত ভাবে ধূমপান করেন তাহলে তাঁর জরিমানা হবে ২০০টাকা আর সেই টাকা যদি সে না দেয় তাহলে পেতে হবে কিছু শাস্তি, গ্রেফতারও হতে পারে| পুলিশ সূত্রে খবর, সামাজিক কর্মে অংশদারীমূলক শাস্তিও হতে পারে|

যদিও এই জরিমানা পুলিশ বছর খানেক আগেও নিতো| তাও প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়নি| কিন্তু রাজ্য থেকে তবুও হাওড়া-কে তামাকবর্জিত জেলা হিসাবে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে, দার্জিলিঙের পরেই | তাই হাওড়া সিটি পুলিশের নেওয়া এই পরিকল্পনা সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে, এতে ধূমপানকারীরা সতর্ক হবে ও  হাওড়া চত্তর আরো দূষণমুক্ত হবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...