এবার হোয়াটসঅ্যাপেও AI চ্যাটবোট

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চালু হল AI চ্যাটবট। এটি কাজ করছে চ্যাটজিপিটির মতো। এই চ্যাটবটে নান ধরনের জরুরি প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারী। ভারতে এই প্রথম আর্টিফিশিয়াল চ্যাটবট লঞ্চ করল মেটা। এই ফিচারে গিয়ে নানা বিষয়ে কথা চালানো যাবে।

অ্যাপটিকে ইউজারদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই মেটার এই চেষ্টা। সবসময়ই বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই সংস্থা। এবার আসতে চলছে এই চ্যাটবোট ফিচার। WaBetaInfo জানিয়েছে, এআই চ্যাটবটের সঙ্গে বেশি সংখ্যক ইউজারদের যুক্ত করাই আপাতত হোয়াটসঅ্যাপের লক্ষ্য। তবে আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ খুললেই উপরে ডান দিকে মিলবে অপশন। ভারত-সহ আপাতত হা তে গোনা কয়েকটি দেশেই চালু হয়েছে এআই ফিচার। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ফিচারে এই প্রযুক্তির সুবিধা মিলবে। অর্থাৎ ইনস্টাগ্রামের মেসেজের সার্চবারের কাছে চ্যাটবট অপশন পাবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার নিয়ে স্বাভাবিকভাবে কৌতুহল বেড়েছে আমজনতার মধ্যে। কীভাবে ব্যবহার করা যাবে AI চ্যাটবট সার্চ ইঞ্জিনে চলছে তার খোঁজ। নিজেদের চ্যাটবক্সে মেটার রামধনু রঙের আইকোনটি দেখতে মুখিয়ে আছে ব্যবহারকারীরা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...