বলিউডের সাথে বড় টক্কর! কত ব্যবসা করলো দেবের ‘ব্যোমকেশ’।

দেবের ‘প্রজাপতি’ মুক্তির সময় মুক্তি পেয়েছিলো রনবীর সিংহের ‘সার্কাস’, সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ বা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি ২’। তার মধ্যেই সিনেপ্রেমীদের ভালোবাসা কুড়িয়ে আকাশে ডানা মেলে উড়েছিল প্রজাপতি। ইরেজি নববর্ষে ছবির আয় ১কোটি। এক সপ্তাহে এর আয় ২কোটি ১৭লক্ষ।

processed-74ca8b5e-5e4a-49b4-b752-452f5bd8a4db_YwHF0vN6

এইবারও কি দেবের ‘ব্যোমকেশ’ টক্কর দিতে পারলো বলিপাড়াকে? ১১আগস্ট সানি দেওলের ‘গদর২’, অক্ষয় কুমারের ‘ওএমজি২’ মুক্তি পেয়েছে। সেইদিনই মুক্তি পেয়েছে দেবের ‘ব্যোমকেশ’।  বড় বাজেটের ‘বড়’ মুখেদের সিনেমার সাথে কেমন টক্কর দিলো দেবের ‘ব্যোমকেশ’? বাণিজ্য বিশ্লেষকদের দাবি ব্যোমকেশ প্রথম দিন থেকেই অপ্রতিরোধ্য। শুধুমাত্র তাকে দেখতেই লোকেদের লম্বা লাইন সিনেমা হলের বাইরে। এই ছবি ঘোষণার পর থেকেই উত্তেজনার ঝড় দর্শক মহলে।

processed-122b34d6-2d1c-47a5-ad3f-a76d6d4d0910_QpsRc5Nu

ছবি মুক্তির দিন যত এগিয়েছে ততই বেড়েছে এর চর্চা। নানান কটাক্ষের শিকার হতে হয়েছে গোটা ‘ব্যোমকেশ’ টিমকে। তবে সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দেবের দুর্দান্ত অভিনয়। দর্শকরা বলছেন দেব নিজেকে ভাঙতে জানেন। প্রথম দিনেই ‘ব্যোমকেশ’ ছবির আয় ৭৫ লক্ষ টাকার বেশি। পাঁচ দিনে ১কোটি ৫৫লক্ষেরও বেশি উপার্জন করে ফেলেছে ‘ব্যোমকেশ’।

তবে কি দেবরূপী ‘ব্যোমকেশকে’ আবারও দেখা যাবে বড় পর্দায়? উত্তর অজানা। অন্য দিকে  ‘গদর ২’ পাঁচ দিনে আয় করেছে ২৫০কোটি। ১০০কোটির সিঁড়িতে পা রেখেছে অক্ষয় কুমারের ‘ওএমজি২”। বড় বাজেটের ছবির সাথে টক্কর দিয়ে কোটির ঘরে পা রাখা সহজ বিষয় নয়। ব্যোমকেশ খুব শীঘ্রই ২কোটির ভিড়ে পা রাখতে চলেছে। তবে কি নিজের রেকর্ড নিজেই ভাঙবে দেব?

এটা শেয়ার করতে পারো

...

Loading...