সফল অস্ত্রোপ্রচার ধোনির হাঁটুতে, কেমন আছেন এখন তিনি?

কদিন আগেই চেন্নাই সুপার কিংস গুজরাত  টাইট্যানসকে আইপিএল ২০২৩-এর (IPL 2023) ফাইনালে হারিয়ে পঞ্চম খেতাব জিতে নিয়েছে। সিএসকে (CSK)এক নতুন ইতিহাস গড়েছে। আইপিএল জেতার পরেই, সিএসকে টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তড়িঘড়ি আহমেদাবাদ থেকে মুম্বাই চলে যান হাঁটুর সমস্যা দূর করতে। বৃহস্পতিবার, পয়লা জুনে, হাঁটুতে সফল অস্ত্রপ্রচার হয়েছে বলে জানা গেছে।

মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল ধোনির অপারেশান হয়। ধোনির অস্ত্রপচার করেন ডাক্তার দিনশ পারদিওয়ালা, স্পোর্টস অর্থপেডিক সারজেন এবং বিসিসিআই মেডিকাল প্যনেলের সাথে তিনি যুক্ত আছেন। তিনি ঋষভ পন্থের অপারেশান করেছিলেন।

বিশ্বনাথান জানিয়েছেন যে অস্ত্রপ্রচারের পর তিনি ধোনির সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন, “হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।”

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, কী-হোল সার্জারি বা মাইক্রোসার্জারি করে, ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আথ্রোস্কোপিক রিপেয়ারের কারনেই তার অস্ত্রোপচার করা হয়েছে । আপাতত ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে এবং রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবেন তিনি।

হাঁটুর সমস্যা নিয়েই গোটা আইপিএল মরসুমটা খেলে গেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ব্যাট হাতে এবারে বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেট কিপিং-এর সময় বোঝা গিয়েছে তাঁর হাঁটুর সমস্যা। আগামী মাসেই ৪২ বছর পূর্ণ করবেন ধোনি। ধোনির হাঁটুর সমস্যা দেখা গিয়েছিল ব্যাটিংয়ের সময়। এমনকি সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করেছেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন। এর ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই জন্য ইনিংসের ওভার বাকি থাকলেও ব্যাটে নামেন নি ধোনি।

ধোনি আইপিএল ২০২৩ জেতার পর জানিয়েছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে অবসর নিলেও তিনি আরও এক বছর এই টিমের হয়ে খেলে যেতে চান। আসছে ডিসেম্বরে ২০২৪ সালের আইপিএলের নিলাম হবে, তার মধ্যে সেরে উঠতে পারলে তবেই তিনি খেলতে পারবেন। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে, এবং আশা করা যায় আইপিএল ২০২৪- এ তিনি খেলতে নামবেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...