‘শাহরুখই পারেন’: ন্যাড়া মাথার কিং খানকে দেখে পাগল ভক্তরা!

প্রকাশ্যে এসেছে কিং খানের নতুন ছবি ‘জওয়ান’-এর হিন্দি প্রিভিউ। মুগ্ধ হয়ে গেছে অনুরাগীরা। শাহরুখের নতুন লুক দেখে পাগল ভক্তরা! কেউ বলছে ‘কিং ইজ ব্যাক’, আবার কেউ বলছে ‘বাদশাই পারে এমন চরিত্রে অভিনয় করতে’।

এতদিন শাহরুখকে ‘রোম্যান্টিক খান’ হিসেবেই সবাই জানত। কিন্তু এসআরকে এখন অ্যাকশনে বেশি ফোকাস করছেন। ‘পাঠান’-এর পর এবার আসছে ‘জওয়ান’। আর প্রিভিউ দেখেই চমকে যায় অনুরাগীরা! কিং খানের মাথা ন্যাড়া। জ্বলজ্বল করছে ট্যাটু। অনুরাগীরা তা দেখে কমেন্ট বক্সে বলছে, এসআরকে-র আকর্ষণ অপ্রতিরোধ্য। এমন অ্যাকশন ‘জওয়ান’ ছবিতে কিং খানকে দেখতেও আপত্তি নেই তাঁদের।

সিনেমা জগতের তারকারাও ঢুকে পড়েছেন এই ফ্যান লিস্টে। যেমন টলি পাড়ারমনামী ঘোষ। প্রিভিউ দেখে মুগ্ধ হয়েছেন মনামী। কোনও কথা না বলে শুধু একের পর এক ভালবাসার চিহ্ন এঁকেছেন। লিস্টে আছেন বলিপাড়ার নেহা ধুপিয়াও। তিনি সাফ জানিয়েছেন- ‘শুধুই শাহরুখ। গায়ক আরমান মালিকও মুগ্ধ। তাঁর মত, ‘খেলা শেষ! এই একটি কারণে শাহরুখ-ই বাদশা।’

প্রিভিউয়ের শুরুতেই শোনা গিয়েছে শাহরুখের কণ্ঠস্বর। সেখানে তিনি নিজেকে প্রশ্ন করছেন, ‘আমি কে? কে নই?’ আবার নিজেই উত্তর দিয়েছেন, ‘পাপ-পুণ্য যা-ই হই, আমি তোমাদেরই।’ভক্তদের প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘আমাকে জানতে আপনারা তৈরি?’

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবির প্রতি মুহূর্তে রূপ বদলেছেন তিনি। তার মধ্যেই লাল শার্ট, ডেনিমে ‘রোম্যান্টিক’ শাহরুখকেও দেখা গিয়েছে ছবিতে। শাহরুখের বিপরীতে দেখা যাবে নয়নতারা, দীপিকা পাড়ুকোন। দীপিকাকে শাড়ি পরে অ্যাকশনে দেখে মুগ্ধ হয়ে যায় অনুরাগীরা।

শাহরুখকে মাথা-মুখ জুড়ে ব্যান্ডেজ অবস্থায় দেখেছিলেন পোস্টারে। এবার প্রকাশ্যে এল বাকিটা। ব্যান্ডেজ খুলতেই ন্যাড়া-ট্যাটু মাথায় শাহরুখ। সঙ্গে সাদা-কালো ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফ। প্রিভিউ-এর শেষ দিকে ‘বেকরার করকে হামে ইঁউ না যাইয়ে, আপকো হমারি কসম লৌট আইয়ে’- ওয়াকিটকি নিয়ে মেট্রো রেলের কামরায় সহযাত্রীদের সামনে এই গানে নেচে ওঠেন শাহরুখ।

আপাতত প্রিভিউ দেখেই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কিং খান। ছবি মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। আপাতত সেই দিনের অপেক্ষায় সবাই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...