৫ টাকার ডিম সেদ্ধ হয়ে প্লেটে আসতেই হয়ে গেল ৮৫০

সকালের জল খাবারে ডিম প্রায় সবাই খায়, সে শরীর চর্চা করুক বা নাই করুক| কেউ কেউ তো দিনের যেকোনো সময়ে ডিম খেতে পছন্দ করেন| কারোর পছন্দ ডিম সেদ্ধ, তো কারোর পছন্দ ডিম ভাজা...আর সেটা যদি ওমলেট বা পোচ হয় তাহলে তো ব্যাপারই আলাদা| আজ হঠাৎ ডিম নিয়ে কেন বলছি...জানতে চান

কারণ ব্যাপারটা ডিমে শুরু আর ডিমে শেষ....

বাজারে একটি ডিমের দাম পাঁচ থেকে ছয় টাকা| আর আপনি যদি এক ক্যারেট ডিম নেন তাহলে সেটার দাম আরো কম হবে| সেই ডিমটি যখন সেদ্ধ হয়ে প্লেটে এলো সেটার দাম হয়ে গেল ৮৫০ টাকা|  

কি বলছি! এটাই ভাবছেন তো?? 

না না, কোনো ঠাট্টা করা হচ্ছে না...মুম্বইয়ের একটি রেস্টোরেন্টে এমনটি করা হয়েছে| প্রতি ডিম সেদ্ধর দাম ৮৫০ টাকা, এমনকি ডিমের ওমলেট৮৫০ টাকা| ভাবছেন তো এটা কি করে সম্ভব

bill

ওই টাকার ডিমটি যেই জলে সেদ্ধ হয়েছে বা যেই তেলে ভাজা হয়েছে সেটা কি সোনার মতো দামী? নাকি, ডিম দেওয়া মুরগিটির দাম লক্ষ টাকার মতো? এইসব চিন্তা নিশ্চই আপনাকে ঘিরে ধরেছে

না, সেরকম কিছুই না| তবে আপনার মতোই অনেক নেটিজেনরা এইসব মন্তব্য করছে এই ঘটনাটি নিয়ে

কিছুদিন আগেই চন্ডিগড়ে একটি পাঁচ তারা হোটেলে দুটি কলার দাম ৪০০ টাকা নিয়েছিল অর্থাৎ প্রতি কলার দাম ২০০ টাকা, যা সোশ্যালমিডিয়ায় পোস্ট হওয়ার নিমিষের মধ্যে ভাইরাল হয়| সেই পোস্টটি করেছিলেন বলিউড অভিনেতা রাহুল বোস| এবার যা পাওয়া গেল, ২টি ডিম সেদ্ধর দাম ১৭০০ টাকা ২টি ডিমের ওমলেটের দাম ১৭০০ টাকা| অর্থাৎ ডিমটি সেদ্ধ অথবা ভাজার পর প্লেটে আসতে দাম হয়ে যাচ্ছে ডিম প্রতি ৮৫০ টাকা

এই ঘটনাটির সম্মুখীন হয়েছেন এক লেখক, নাম কার্তিক ধর| তিনি সম্প্রতি একটি টুইট করে মুম্বাইয়ের ফোর সিশনস হোটেল’-এর একটি বিল শেয়ার করেন, আর সেখানে দুটো ডিমের দাম ১৭০০ টাকালিখে রাহুল বোসকে উল্লেখ করে লেখেন এইটা নিয়ে কি আন্দোলন করা যাবে?’

আর একটি কাকতালীয় ব্যাপার হলো...এই পোস্টটি এখনো পর্যন্ত ১৭০০ বার রি-টুইট হয়েছে এবং ১৭০০টি কমেন্টও পেয়েছে| যেখানে নেটিজেনরা তাঁদের নানারকম ব্যঙ্গমূলক মন্তব্য প্রকাশ করছেন| তবে সেখানে কেউ কেউ এই পোস্টটির নিন্দা করেছেন আর বলেছেন এই বিলটি নকল| বিলটির সত্যতা নিয়ে কোনো তথ্য় জানা যায়নি, তবে এই পোস্টটি সোশ্যালমিডিয়ায় যেভাবে সাড়া ফেলেছে তা দেখে মেনু নিয়ে পুনর্বিবেচনা করতেই পারে এই সব হোটেলের রেস্তোরাঁগুলি|

এটা শেয়ার করতে পারো

...

Loading...