পরিবর্তন ঘটলো উপস্বাস্থ্যকেন্দ্রের

স্বাস্থ্য পরিষেবার উন্নতির স্বার্থে আমুল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বুধবার কামারহাটির এক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনে এসে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী চদ্রিমা দাস জানান যে বিগত সরকার কোনো খেয়াল রাখেনি কেন্দ্রগুলির। তবে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উপস্বাস্থ্যকেন্দেরগুলিকে সাজানো হবে। তিনি আরো জানান যে রাজ্য সরকারের আর্থিক সহযোগীতা ও পুরসভার উদ্যগে আগামি পাঁচ বছরের মধ্যে রাজ্যের প্রায় ১০ হাজার ৩শ ৫৭টি উপস্বাস্থ্যকেন্দ্রের উন্নতি করা হবে।  বিগত সরকারের তীব্র সমালচনা করে তিনি জানান যে দেশে স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে বাংলা আর সেই পরিষেবা আরো এগিয়ে নিয়ে যেতে রাজ্যে তৈরী করা হয়েছে পিপিপি মডেলের ডায়াগনস্টিক সেন্টার যা দেশে আর অন্য কোথাও নেই। আগামী দিনে যাতে বাংলা স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে থাকতে পারে তাই সরকার এইরকম পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...