এবার পূজো কাটবে হইচইয়ের সাথে। এ আবার আলাদা কথা কি, প্রতিবারই তো তাই কাটে। না এবছরটা একটু অন্যরকম, পুজোতেই আসতে চলেছে দেব এন্টারটেনমেন্টের হইচই আনলিমিটেড। সামনে এলো সেই ছবিরই প্রথম গান ‘সুজন মাঝি রে’। সেই গান নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরালে হয়েছে এই গান। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্ণ, খরাজ ও অনিকেত চ্যাটার্জি।

সুত্রের খবর অনুযায়ী এই গানে প্রথমবার নাচ করতে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়কে। দেব জানান, ছবিতে একটা বড় অংশ শ্যুটিং হয় জ়বেকিস্তানে। পাশাপাশি চারজন বিভিন্ন বয়সের পুরুষকে দেখানো হয়েছে সেখানে।
In English

