কালী কথা: বালুরঘাটের বুড়া কালী

আজ কালী কথায় বালুরঘাটের শতাব্দী প্রাচীন এক মন্দিরের কথা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তহবাজার এলাকার বুড়া কালী মন্দির, বহু বছর ধরে পূজিতা হচ্ছেন দেবী। আজও পুরনো রীতি মেনে এখানে পুজো চলে। দর্শনার্থীদের ঢল নামে। নিত্য পুজো ছাড়াও, প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বুড়া কালীবাড়িতে প্রচুর ভক্ত সমাগম হয়। উত্তর দিনাজপুর ও মালদা, শিলিগুড়ি থেকে প্রচুর ভক্ত আসেন। শোনা যায়, জানবাজারের রানি রাসমণি এই মন্দিরে পুজো দিতে আসতেন। বজরায় এসে, তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন কলকাতায়। 

শোনা যায়, কয়েকশো বছর আগে বালুরঘাট বুড়া কালী মন্দিরের পাশ দিয়ে আত্রেয়ী নদী বয়ে যেত। এখন বুড়া কালী মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে আত্রেয়ী নদী। চারিদিকে ছিল ঘন জঙ্গল। পুজোর বয়স কত, তা আর নির্দিষ্ট করে বলা যায় না। জনশ্রুতি অনুযায়ী, আত্রেয়ী নদীর তীরে নিজে থেকেই নাকি ভেসে উঠেছিল বুড়া কালী মাতার শিলা খণ্ড। কোনও এক তান্ত্রিক সেই শিলা খণ্ড তুলে এনে পুজো দেন। তারপর থেকেই পুজো শুরু। এখন বিশাল এক মন্দিরের পূজিতা হন বুড়া কালী। পুজোর সময় মায়ের সারা গা সোনা, রুপোর অলঙ্কারে সাজানো হয়। 

IMG-20240315-WA0053

পুজোতে আজও পাঁঠা, শোল মাছ ইত্যাদি বলি দেওয়ার রেওয়াজ রয়েছে। জনশ্রুতি রয়েছে, একদা বুড়া কালী মন্দিরে নাকি ২০ কিলো ওজনের শোল মাছ বলি দেওয়া হত। মন্দির ঘিরে রয়েছে অজস্র জনশ্রুতি ও মিথ। সন্ধ্যের পর নাকি অপরূপ সুন্দর ফুলের সুগন্ধি পাওয়া যেত এই এলাকায়। শোনা যেত নুপুরের আওয়াজ। 

বছরে দু'বার মহাসমারোহে বুড়া মায়ের পুজো অনুষ্ঠিত হয়, চৈত্রসংক্রান্তি ও কার্তিক মাসে দীপান্বিতা অমবস্যায়। দীপান্বিতা অমবস্যায় খুব জাঁকজমকপূর্ণ ভাবে পুজো হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন। তাঁদের অন্নভোগ ও খিচুড়ি ভোগ খেতে দেওয়া হয়। 

ভক্তদের বিশ্বাস, বুড়া কালী মন্দির আদপে সতীর একান্ন পীঠের কোনও এক গুপ্তপীঠ। দেবী এখানে স্বয়ম্ভূ। কালো পাথরের খণ্ডকেই দেবী রূপে রীতি মেনে পুজো করা হয়। দীপান্বিতা অমবস্যায়, পুজোর দিন মায়ের মূর্তিতে অর্থাৎ শিলা খণ্ডে সোনার গয়না পরিয়ে দেওয়া হয়৷ রুপোর বাসনে ভোগ নিবেদন করা হয়। বহু অলৌকিক কাহিনি জড়িয়ে গিয়েছে মন্দিরের সঙ্গে। দেবীর কৃপায় বহু মানুষের নানান সমস্যা মিটেছে বলেও দাবি ভক্তদের। তাঁদের বিশ্বাস বুড়া কালীমাতা খুব জাগ্রত। প্রচুর মানুষ মানত করেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...