প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’?

চলতি বছরে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। কিন্তু প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে এই ছবি? উগ্রীব সকল দর্শক। মে, আগস্ট না কি আরও দেরি আছে?

এই ছবিটি হিন্দু পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। জানা গিয়েছে সেখানে একঝাঁক তারকার দেখা মিলবে। ছবি অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, কমল হাসান, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।  

শ্রীকৃষ্ণের শেষ অবতার ‘কল্কি’। সেই চরিত্রেই অভিনয় করছেন প্রভাস।

এই ছবিটি হিন্দি এবং তেলুগু, দু’টি ভাষায় শুটিং করা হয়েছে।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৯ তারিখে। কিন্তু পরে নির্মাতা নির্ধারিত দিন বদলে ফেলে। তবে, কানাঘুষো শোনা গিয়েছে যে ৩০মে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।

কিন্তু এত বড় বাজেটের একটা ছবি, মুক্তি নিয়ে এত সমস্যায় রয়েছেন কেন নির্মাতারা? কারণ হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচন। তাঁদের মনে প্রশ্ন যে এই ভয়ংকর ভোটযুদ্ধে মানুষ হলে সিনেমা কী আদেও দেখবেন? তা ছাড়া বক্স অফিসে কতটা প্রভাব পড়বে?

সূত্রে জানা গিয়েছে যে কোনও সমস্যা ছাড়াই প্রেক্ষাগৃহে যাতে সুষ্ঠুভাবে ছবি প্রদর্শন করা যায়, সেটাই দেখার।

সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং। জানা গিয়েছে, চলতি মাসের ১৭ এপ্রিল ছবিমুক্তির দিন ঘোষণা করা হবে। অনুমানও করা হচ্ছে যে প্রাথমিক ভাবে প্রযোজনা সংস্থা ২০ জুন, ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তির দিন ঠিক করেছে। 

অন্যদিকে, জানা গিয়েছে যে এই ছবিমুক্তির আগে নির্মাতারা একটি স্বল্প দৈর্ঘ্যের ‘অ্যানিমেটেড প্রিলিউড’ প্রকাশ করবেন ওটিটিতে। তবে, সেটাও কবে প্রকাশ্যে আসবে, তা এখনও স্পষ্ট করে জানাননি ছবির নির্মাতারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...