Higher Secondary: উচ্চমাধ্যমিক নতুন পদ্ধতি নিয়ে শিক্ষকদের সাথে অনলাইন প্রশিক্ষণ করবে শিক্ষা সংসদ

চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে পড়ুয়াদের। এটা আগেই ঘোষণা করেছিল শিক্ষা সংসদ। এই বছর থেকেই সেই পদ্ধতি চালু হচ্ছে।

এবার উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টার পদ্ধতিতে কী ভাবে পড়াতে হবে, তার জন্য শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে জুন মাসের প্রথম দিকেই শুরু হবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটি এক হাজার জন শিক্ষক একসঙ্গে অনলাইনে নিতে পারবেন বলেই জানা গিয়েছে।

এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, চিরঞ্জীব ভট্টাচার্য, জানিয়েছেন যে সম্প্রতি প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নম্বর, ইমেল চেয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। তিনি আরও জানিয়েছেন যে সাধারণত অনলাইন প্ল্যাটফর্মে ১০০ জনের বেশি অংশ নেওয়া যায় না। কিন্তু, প্রশিক্ষণ দ্রুত শেষ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে যোগদানকারীর সংখ্যা বাড়ানো হয়েছে।

আগামী ৩ জুন গরমের ছুটির পরে স্কুল খুলছে। ফলে, শিক্ষকদের মত যে এই প্রশিক্ষণ অনেক আগেই হওয়া উচিত ছিল। নতুন সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষার সাথে বদলেছে পাঠ্যক্রম পদ্ধতিও। ফলে, পাঠ্যক্রমের সঙ্গে নতুন পাঠ্যবইও এসেছে।

বেলগাছিয়া মনোহর অ্যাকাডেমির শিক্ষিকা সুমনা সেনগুপ্ত জানিয়েছেন যে নতুন পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি নতুন, নতুন বই। এই অবস্থায় পড়ুয়াদের কী ভাবে পড়ানো হবে, তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ খুবই জরুরি। ৩ জুন স্কুল খুলে খুলবে। তারপরেই একাদশের পড়ুয়ারাও ক্লাস করতে চলে আসবে। এখনও একাদশের প্রথম সিমেস্টারের বই পড়ুয়ারা পায়নি। তাহলে কীভাবে শুরু হবে পড়াশোনা? তাঁর মতে সিমেস্টার পদ্ধতিতে পড়ানোর নির্দেশিকা চলতি মাসেই পেলে ভালো হত।

অন্যদিকে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র নেতা অনিমেষ হালদার জানিয়েছেন যে এই নতুন সেমিস্টার চালু করার পরিকল্পনা, প্রশিক্ষণ আরও আগে থেকে করা দরকার ছিল। বহু জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে। সেখানে শিক্ষকেরা অনলাইনে প্রশিক্ষণ কিভাবে নেবে, সেটাই প্রশ্ন। বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক না থাকায় আংশিক সময়ের শিক্ষকেরা পড়ান। সেই সব অস্থায়ী শিক্ষকেরা কী এই প্রশিক্ষণ পাবে? এই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে সেই সমস্ত শিক্ষকেরা যদি প্রশিক্ষণ না পায় তাহলে পড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

এই প্রসঙ্গে চিরঞ্জীব জানান যে ইতিমধ্যে সিমেস্টার পদ্ধতি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকদের অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই সেই প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকদের বললে সেখান থেকে কিছুটা ধারণা করতে পারা যাবে। এছাড়া বাজারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই আসতে শুরু করেছে। সেগুলি সব বাজারে না এলেও তার সহায়িকা বইগুলি বেশির ভাগ চলে এসেছে। ফলে, ওই বইগুলি দেখলেও শিক্ষকেরা একটা ধারণা পাবেন। 

তিনি দাবি করেছেন যে একসঙ্গে এক হাজার জন প্রশিক্ষণ নিতে পারবেন। ফলে, সকলেরই প্রশিক্ষণই দ্রুত হয়ে যাবে। সম্প্রতি কলকাতা জেলার প্রধান শিক্ষকদের অফলাইন প্রশিক্ষণ শেষ হয়েছে। এবার কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শীঘ্রই হবে।

তিনি আরও জানিয়েছেন যে সিবিএসই এবং সিআইএসসিই, সর্বভারতীয় এই দুই বোর্ড এখনও উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টার পদ্ধতি চালু করতে পারেনি। ফলে, দেশে উচ্চমাধ্যমিকই হল প্রথম বোর্ড, যেখানে সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কিছু অসুবিধা থাকলেও, সেগুলি দ্রুত কেটে যাবে বলেই আশাবাদী তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...