আজ বিকেল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। আগামী ২৪ ঘন্টায় টানা ঝড়বৃষ্টি চলতে পারে বলে আবওহাওয়া দপ্তর সূত্রে খবর। বৃষ্টি হতে পারে সিকিম, অরুণাচল, অসম ও মেঘালয়াতেও। তামিলনাডু , তেলঙ্গানা, পুদুচেরী ও মহারাষ্ট্রেও রয়েছে এইপূর্বাভাস। ঝড়-বৃষ্টির ফলে আদ্রতা কিছুটা কমে স্বস্তি ফিরবে বলেই মনে করছে দপ্তর। পাশাপাশি, বৃষ্টি হবে গোয়া, আন্দামান-নিকোবরেও।
গতকাল বৃষ্টিপাতে জন-জীবন বিপর্যস্ত হয়েছে দিল্লিতে। দীর্ঘ অনাবৃষ্টির পর এই বর্ষায় শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। আবওহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ জুড়েও বর্ষণ চলতে পারে। আগামী কয়েকদিন কেরলের ৬টি রাজ্যেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। এমনকি, সেখানে লাল সতর্কতা জারি হয়েছে বলে খবর।
মৌসুমি বায়ুর অপ্রতুলতার কারণেই এ বছর সমান বৃষ্টি হয়নি সব জায়গায়। এখনও ঠিক ভাবে বর্ষার দেখা নেই দেশের বেশির ভাগ জায়গাতেই। অন্যদিকে, উত্তরবঙ্গ জলে ভাসলেও, দক্ষিনবঙ্গে এখনও দেখা নেই বৃষ্টির।