তাপমাত্রার দাপট বাড়তেই এগোল গরমের ছুটি! কবে থেকে ছুটি পড়বে স্কুলগুলিতে?

এই তীব্র গরম থেকে পড়ুয়াদের রেহাই দিতেই বিভিন্ন স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের গরমের পরিস্থিতি নিয়ে নবান্নে একটি বৈঠক করা হয়েছে। সেখানে অনেক আলোচনার পর একটা সিদ্ধান্ত এসেছে।

এরপর সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে আগামী সোমবার অর্থাৎ ২২ এপ্রিল থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম নির্দেশিকা জারি করেনি শিক্ষা দফতর।

সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হত ৬ মে থেকে। কিন্তু দক্ষিণবঙ্গে দিনে দিনে তাপমাত্রা বেড়েই চলেছে। বুধবার অর্থাৎ গতকাল রাজ্যের ১৪টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এইরকম তীব্র তাপমাত্রা থাকবে  রবিবার পর্যন্ত, এমন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

ফলে, এই তীব্র গরমে স্কুলপড়ুয়াদের পক্ষে প্রতিদিন নিয়ম মেনে স্কুলে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই কারণে সমস্যায় পড়ছেন শিক্ষক, শিক্ষাকর্মীরাও। আর তাই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এসেছে।

মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই ২২এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে তীব্র গরমের কারণে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হচ্ছে। তবে, এবারে ২২ এপ্রিল থেকে ছুটি পড়লে নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগে স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ হয়ে যাবে। স্কুল আবার কবে খুলবে এই বিষয়ে কিছুই জানা নেই। কারণ মে মাসে এইরকমই গরমের পারদ চড়তে পারে।

ফলে, গরমের ছুটির পর স্কুল খুললে পাঠ্যক্রম অনুযায়ী পঠনপাঠন শেষ করানোর চাপ থাকবে শিক্ষক-শিক্ষিকাদের। তাই তখন স্কুলের সময় খানিকটা বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

জানা গিয়েছে মঙ্গলবার গরমের কারণে রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বনগাঁ-মাঝেরহাট লোকালে গরমে অসুস্থ হয়ে মারা গিয়েছেন এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রাঘবপুর পূর্বপাড়ার বাসিন্দা সেখ সাকিলা বিবি (৬২) অটোয় বসে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান এবং পুরুলিয়া বাসস্ট্যান্ডের কাছে দুপুরে অসুস্থ হয়ে মৃত্যু হয় অলোকচন্দ্র কর্মকারের (৫২)।

এই তিন ঘটনাগুলির উল্লেখ করে শিক্ষামন্ত্রীকে স্কুল ছুটির আবেদন করে একটি ইমেল দিয়েছিলেন শিক্ষক সংগঠন। এরপরেই এমন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...