মিরাকলে বিশ্বাস করেন, জানালেন অন্যতম সফল অভিনেতা ইরফান খান

বেশ কিছুদিন আগেই জীবনে নেমে এসেছিল অমাবস্যার অন্ধকার| সেই অন্ধকার এখনো জীবন থেকে সম্পূর্ণভাবে কাটেনি| শত অসুস্থতা নিয়ে মনের জোরকে সাথী বানিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন তিনি| আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তার কবি ‘আংরেজি মিডিয়াম’| এবার নিশ্চই আর বুঝতে অসুবিধা নেই যে কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অভিনেতা ইরফান খানের কথা বলা হচ্ছে| ক্যান্সারের সাথে লড়াই করতে করতেই ছবিটি শেষ করেন অভিনেতা| আগেই তিনি জানিয়েছিলেন ছবির মুক্তির সময় এখানে উপস্থিত থাকতে পারবেন না তিনি| চিকিত্সার কারণে ফের তাকে পাড়ি দিতে হবে বিদেশে|

বরাবরই খোলামেলাভাবে কথা বলতে পছন্দ করেন এই অভিনেতা|তাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের অসুস্থতা নিয়েই নিজেই জানিয়েছিলেন তাঁর ভক্তদের| শুরু থেকেই তিনি হাসি দিয়ে আড়াল করতে চাইতেন তার মৃত্যুভয়কে| সম্প্রতি তিনি জানান, মৃত্যুভয়ের থেকেও খারাপ একটি জিনিস হলো, বেঁচে থেকে মৃত্যুর দিকে ধীরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া| তিনি এরপরেই বলেন, তিনি মিরাকলে বিশ্বাসী| তিনি তার নাছোড়বান্দা মনোভাব দিয়েই পূরণ করতে চান তাঁর জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলিকে|

সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, ইরফান একজন নাছোড়বান্দা পিতা| সেই কারণেই নিজের চরিত্রের সাথে বেশ ভালোভাবেই রিলেট করতে পারছেন, জানালেন অভিনেতা নিজেই| তিনি আরো জানিয়েছেন, অসুস্থ থাকাকালীন দেশে থাকলে তিনি তাঁর ছেলেদের সাথেই অধিক সময় কাটাতে পছন্দ করতেন| তাঁর মতে, কোনদিনই তিনি ছেলেদের খুব কড়া শাসন করেননি| সন্তানদের নিজের মতো করে বড় হতে দিয়েছেন তিনি|

দীর্ঘদিন ধরেই নিউরোএন্ডোক্রিন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা| ২০১৮-তে মুক্তি পায় তাঁর ছবি কারওয়াঁ| অসুস্থতার কারণে সেই ছবির প্রচারেও যেতে পারেননি তিনি| হোমি আদাজানিয়ার ‘আংরেজ়ি মিডিয়াম’-এ রয়েছেন করিনা কপূরও। তিনি যেমন বলেছেন, এ ছবিটা করার অন্যতম কারণ ইরফান| এই ছবির প্রোমোতে দেখা গেছে আলিয়া ভাট থেকে শুরু করে অনুষ্কাশর্মা, জাহ্নবী কাপুর প্রমুখকেও|

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...