পুরুষ সর্বস্য বলিউডে রানী অন্য ধারা

পড়াশোনাতে ভীষন ভাল ছিলেন। প্যাশন 'ওড়িশি'। কোনদিনই চাননি অভিনেত্রী হবেন। তবুও তাঁর অবতরণ ঘটল পর্দায়। মায়ের ইচ্ছেতে। বাবার ছবিতে। তাও বাংলা ছবি দিয়েই। ছবির নাম 'বিয়ের ফুল'।

বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়িকা নবাগতা 'রানী'। রানী মুখোপাধ্যায়।

বলিউডের রানীর ডেবিউ হয়েছিল বাংলা ছবি দিয়ে। বলিউড তাঁকে চিনেছিল 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে।

অবশ্য সে ছবির অফার প্রথমেই রানীর কাছে আসেনি। গিয়েছিল টুইংকেল খন্নার কাছে। রাজেশ তনয়া প্রস্তাব বাতিল করেন বলেই সুযোগ আসে রানীর কাছে।

'হাসকি ভয়েস', ডাসকি স্কিন, তার ওপর কার্ভি চেহারা - বলিউড ভ্রু কুঁচকেছিল এমন কন্যেকে নায়িকা হিসেবে দেখে। কিন্তু  মাটির কাছাকাছি চেনাজানা সহজ ভাবটাই যে তাঁর টিআরপি।

একই ছবিতে 'বেস্ট একট্রেস' আর 'বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড' পেয়েছিলেন।

বলিউড ছবিতে গ্ল্যামার সর্বস্য নায়িকা নন তিনি, সব সময়ই তিনি বলিষ্ঠ। 'ব্ল্যাক', 'বীরজারা', 'নো ওয়ান কিলড জেসিকা', 'তালাশ', 'মর্দানি'। একের পর এক চরিত্র। প্রতিবার নতুন করে ভাঙচুর। পুরুষ সর্বস্য বলিউডে রানী অন্য ধারা তৈরি করেছেন। তৈরি করেছেন নিজস্ব দর্শক। সেই জার্নিও ঈর্ষণীয় বইকি!

বলিউডের রানী আজ ৪৩ বসন্তে পড়লেন। ভাল থাকুন রানী।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...