দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ফটোগ্রাফি: রঘু রাই

গোটা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। তবু ভারতই তাঁর কাছে পৃথিবী। দেশের কোণে কোণে ঘুরে বেড়িয়েছেন। চোখ লেন্সে। হাতে ক্যামেরা। অন্য চোখে দেশ চিনিয়েছেন তিনি। বদলে দিয়েছেন দেখার চোখ। লেন্স দিয়েই। তিনি যে রঘু রাই। পুরো নামে রঘু রাই চৌধুরী।

১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধ। ১৯৮৪-এর ভূপাল দুর্ঘটনার ট্র্যাজেডি। দলাই লামার হাসি মুখ। প্রাথর্নারতা মাদার। বিসমিল্লার অভিব্যক্তি। প্রতি ফ্রেমে নতুন ভারতবর্ষ। ক্যামেরার লেন্সে দেশকে নতুন নতুন দেখায় আবিষ্কার করেছেন তিনি।

ফটোগ্রাফি দুনিয়ার মহীরুহ। তাঁকে বলা হয় ‘ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি’। অথচ ফটোজার্নালিস্ট হওয়ার কথা তাঁর ছিল না। বাড়ির চাপে ভর্তি হয়েছিলেন  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। পাশ করে চাকরিও পেয়েছিলেন দিল্লিতে।

দাদা ছিলেন ফটোগ্রাফার, তাঁকে দেখেই পেয়ে বসে ক্যামেরার নেশা। ফটোগ্রাফি শেখার  পথপ্রদর্শকও তিনিই।

একসময় ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। ১৯৬৫ সালে পুরোদস্তুর ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন।  চোখ তাঁর আলো। ক্যামেরা তাঁর ঈশ্বর। বাকি পথ সেই আলোতেই চলেছেন।

ছবির ব্যাকগ্রাউন্ড কখনও ঝাপসা করেন না তিনি। কখন ভাবেন না বদলে দেওয়ার কথা। মুহূর্ত আর দৃশ্যের কাছে একশো শতাংশ সৎ থাকাই তিনি ফটোগ্রাফারের কর্তব্য বলে মনে করেন।এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব জন্মে ছিলেন ১৯৪২’র আজকের দিনে। ব্রিটিশ ভারতের জং শহরে।

৮১ বসন্ত পেরিয়ে অক্লান্ত তরুণ। আজও হেঁটে চলেছেন শহর-গাঁয়ে দৃশ্যের সন্ধানে। সঙ্গী-বন্ধু কেবল ক্যামেরা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...