৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে ‘গাল্লি বয়’

১৯৫৭ সালে মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’, ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সলাম বম্বে’ আর ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ - অ্যাকাডেমি পুরস্কারের ছবি বাছাইয়ের পর্বে এর আগে শেষ রাউন্ড পর্যন্ত যেতে পেরেছে বলিউডের এই ক’টি ছবিই। এবার ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে জোয়া আখতার পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গাল্লি বয়’

এবার অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ২৭টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে জুরিবোর্ড ‘গাল্লি বয়’ ছবিটিকে বেছে নিয়েছে। অস্কারের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য ছবি নির্বাচনের জন্য গঠিত জুরিবোর্ডে সদস্য ছিলেন দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন অপর্ণা সেন, প্রতিম ডি গুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অশোক বিশ্বনাথনসহ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

মুম্বাইয়ের স্ট্রিট র‌্যাপারদের জীবনের গল্পই এই ছবির কাহিনি। একজন র‍্যাপার কীভাবে তাঁর স্বপ্ন সফল করেন, তা-ই তুলে ধরা হয়েছে। ছবিটির প্রিমিয়ার হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবে। এ বছর ভ্যালেন্টাইন ডে-তে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। বক্স অফিস থেকে মানুষের মন দু’ইই জয় করে নেয় ছবিটি, এখন দেখা যাক বিদেশের মঞ্চে অস্কার জয় করে নিতে পারে কিনা  ‘গাল্লি বয়'। 


এটা শেয়ার করতে পারো

...

Loading...