ঘাস চাষ যথেষ্ট লাভবান প্রকল্প

সবুজ ঘাসে ঘেরা মাঠ দেখলে আমাদের চোখে আরাম হয়। সকাল বেলায় ভিজে ঘাসের ওপর দিয়ে হাঁটলে আমাদের চোখ ভালো থাকে ও শরীরের নানান উপকারে লাগে। তাই অনেকে সকাল বেলা খালি পায়ে মাঠে হাঁটা প্র্যাকটিস করে থাকেন। এটুকু তথ্যই আমাদের জানার মধ্যে ছিল। কিন্তু ঘাস কেটে বিক্রি হয় এবং তার থেকে ব্যবসাও করা যায় এটা আমাদের আগে জানা ছিল না।

ঘাস কেটে লাখোপতি। কি ভাবছেন, আপনিও শুরু করবেন নাকি?  ঘাস চাষের স্থান - রাজারহাটের চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট-বিষ্ণপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকা। দিগন্ত বিস্তৃত ঘাসে ভরা সবুজ মাঠ। চাষিরা মহানন্দে মেক্সিকান ঘাস, সিলেকশন ঘাসের চাষ করছেন। অন্য ফসল, সব্জি ছেড়ে এখন ঘাস চাষ করছেন চাষীরা। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, ‘চারটি গ্রাম পঞ্চায়েতের পনেরো-কুড়িটি গ্রামের মাঠে শুধু ঘাস চাষ চলছে। ঘাস চাষ এ ঝুঁকিও যেমন কম লাভের মুখও বেশ ভালো রকম দেখতে পাওয়া যায়

এক বিঘা জমিতে সিলেকশন ঘাস চাষ করতে দু’হাজার টাকার মতো মাটি, পাঁচ হাজার টাকার প্লাস্টিক, ছ’হাজার টাকার সার এবং সাত হাজার টাকার মত শ্রম খরচা হয়। সব মিলিয়ে কুড়ি হাজার টাকার মতো খরচ। দু’সপ্তাহের মধ্যেই সেই ঘাস কমপক্ষে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়

    নার্সারির চাষিরা আড়াই বাই চার ফুট, অর্থাৎ ১০ বর্গফুটের ছোট ছোট কার্পেট তৈরি করেন। সেগুলি রোল ও বান্ডিল করে গাড়ি বোঝাই হয়ে ভিন রাজ্যে চলে যায়। বিক্রি হয় চড়া দামে। মাঠ থেকে যে কার্পেট সরাসরি তিন থেকে চার টাকা বর্গফুট দরে পাইকারি বিক্রি হচ্ছে, তা খুচরোয় বিক্রি হচ্ছে দশ টাকা বর্গফুট দরে।

 রাজারহাটের ‘কৃষকরত্ন’, নার্সারি বিশেষজ্ঞ অর্জুন সরকার বলেন, ঘাস চাষ শুধুই লাভজনক ব্যবসা নয়, কম খাটুনি কম সময় দিয়ে এই চাষ সহজেই করা যায়।

     সম্প্রতি নিউ টাউনে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন উপলক্ষে বিশ্ব বাংলা সরণির ডিভাইডারগুলি মেক্সিকান ও সিলেকশন ঘাসের কার্পেট দিয়ে সাজানো হয়েছিল।

 হিডকোর এক আধিকারিক বলেন, সিলেক্শন ঘাস গুলি প্রাকৃতিক নানান বিপর্যয়েও নষ্ট হয়না, এমন দেখতে সুন্দর হওয়ায় অনেকে গৃহ সজ্জাতেও ব্যবহার করে থাকে। তাই ইকো পার্ক-সহ নিউ টাউনের অনেক জায়গা সাজাতে এর ব্যবহার হয়েছে। বিভিন্ন কর্পোরেট সংস্থার মধ্যেও সিলেকশন ঘাসের চাহিদা বাড়ছে। বারাসাতের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সঞ্জীব কর বলেন, কোরিয়ান বা মেক্সিকান গ্রাস বেশ শক্ত। কিন্তু সিলেকশন ঘাস খুব নরম আর দৃষ্টিনন্দন। কলেজ সাজাতে তিনি রাজারহাট থেকে সিলেকশন ঘাস কিনেছেন।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...