বাবা-মায়ের হত্যাকারীকে ধরতেই গোয়েন্দাগিরি হয়ে উঠেছিল কৃষ্ণার নেশা আর পেশা

পুলিশ অফিসার সত্যেন্দ্র চৌধুরী। সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী। সেই পুলিশ অফিসার সত্যেন্দ্র চৌধুরীর সঙ্গে শত্রুতা হয়েছিল এক দস্যুর। সেই পুলিশ অফিসারের সাহসের কাছে সেই দস্যুকে সমর্পণ করতে হলেও, প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টার ত্রুটি রাখেনি ভয়ংকর সেই দস্যু। ক্রমাগত সত্যেন্দ্র চৌধুরীর স্ত্রী এবং একমাত্র কিশোরী কন্যা কৃষ্ণাকে হত্যা করার হুমকি দিতে থাকে সে। সন্তানকে বাঁচাতে সত্যেন্দ্র চৌধুরী স্বেচ্ছাবসর নিয়ে কলকাতায় চলে আসেন। কিন্তু এই স্বেচ্ছা অবসর সন্তানের প্রাণ বাঁচাতে পারলেও ‌নিজের ও স্ত্রীর প্রাণ রক্ষা করতে পারেননি সাহসী পুলিশ অফিসার সত্যেন্দ্র চৌধুরী। ছয় মাসের মধ্যে বাবা ও মাকে হারায় কিশোরী কৃষ্ণা।

উত্তরাধিকার সূত্রে বাবার সাহস নিজের মধ্যে বয়ে বেড়াত কিশোরী কৃষ্ণা। বাবা-মায়ের মৃত্যুতে সে ভেঙে পড়েনি। অপরাধীদের শাস্তি দেওয়ার সংকল্প নেয়। প্রভাবতী দেবী সরস্বতীর 'গুপ্তহত্যা' গল্পে প্রথমবার গোয়েন্দা কৃষ্ণা তার গোয়েন্দাগিরি শুরু করে। এভাবেই গোয়েন্দা কৃষ্ণার আত্মপ্রকাশ হয়। হত্যার প্রতিশোধ কাহিনী থেকে মূলত কৃষ্ণার অপরাধীদের পেছনে দৌড়ানো শুরু হয়। প্রভাবতী দেবী সরস্বতী-রচিত গোয়েন্দা কৃষ্ণা, বাংলা ভাষায় প্রথম লিখিত গোয়েন্দা চরিত্র।

“প্রহেলিকা” এবং “কাঞ্চনজঙ্ঘা” সিরিজের দুটি কাহিনীই জনপ্রিয় হয়, তারপর কৃষ্ণা চরিত্রটিকে নিয়ে প্রকাশিত হতে থাকে কৃষ্ণা সিরিজ।

এই গোয়েন্দা কাহিনীগুলিতে কৃষ্ণা মেয়ে গোয়েন্দা হিসেবে বেশ খ্যাতিমান ছিলেন। শুধুমাত্র নারী সমাজেই নয়, স্কুল পড়ুয়া কিশোরদের কাছেও কল্পকাহিনীর নায়িকা হয়ে উঠেছিলেন কৃষ্ণা। যে সময়ে এই চরিত্রটি রচনা করা হয়েছিল, কৃষ্ণা কিন্তু একেবারেই তৎকালীন সমাজের নারী চরিত্রের প্রতিনিধি ছিলেন না। তিনি মোটেই সাধারণ মেয়েদের মত ছিলেন না। সবদিক থেকেই তিনি ছিলেন অনন্যা।

কাহিনী অনুযায়ী কৃষ্ণা শিক্ষিতা, বুদ্ধিমতী। মূলত বাবা আর মায়ের অপরাধীদের ধরতেই গোয়েন্দাগিরিতে এলেও ধীরে ধীরে এটাই তার পেশা এবং নেশা হয়ে উঠেছিল। কলকাতার স্কটিশচার্চ কলেজের প্রথম বিভাগে আই.এ পাস করেছিলেন কৃষ্ণা। তারপর বি.এ. পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথম থেকেই কৃষ্ণাকে বিশেষ, অন্যরকম বা ইউনিক চরিত্র হিসেবেই আঁকা হয়েছে। গ্রহের ফের গল্পে কৃষ্ণার সম্পর্কে লেখিকা বলেছেন "এই বয়সে কৃষ্ণা মাতৃভাষা ছাড়া আরও পাঁচ সাতটি ভাষা শিখিয়াছে, শুধু শিখিয়েছে বলিলেই হইবে না, যে কোন ভাষায় সে অনর্গল কথা বলিতে পারে, পড়িতে পারে। তার পিতা তাহাকে অশ্বারোহণে পারদর্শী করিয়াছে, সে নিজেই মোটর চালায়। উপযুক্ত ব্যায়ামের ফলে তাহার দেহ সুগঠিত, শক্তিশালিনী, দেহে যেমন তার অটুট শক্তি অন্তরে তার তেমনি অকুতো সাহস।"

অর্থাৎ লেখিকা প্রভাবতী দেবী সরস্বতী পুরুষের সেই সমস্ত গুণাবলী কৃষ্ণাকে দিয়েছেন যা তাকে পুরুষ গোয়েন্দাদের থেকে কোন অংশে কম হিসেবে ভাবতে বাধ্য করে না।

সাহিত্যের তথ্য অনুযায়ী কৃষ্ণার বয়স ১৬ থেকে ১৭ বছর। সেই অনুযায়ী কৃষ্ণার জন্ম ১৯৩৬ বা ১৯৩৭ সাল বলেই ধরে নেওয়া যেতে পারে। যে সময় কৃষ্ণার চরিত্রটি রচনা করা হয়েছিল সেই সময়ে গোয়েন্দা কৃষ্ণাকে কেউই প্রথমদিকে সহজ ভাবে মেনে নিতে পারেনি।। তাই কৃষ্ণার “গোয়েন্দা কৃষ্ণা” হয়ে ওঠার পেছনে লেখিকার রচনা কৌশল বড় গুরুত্বপূর্ণ ছিল। কৃষ্ণার বাবাও এই নারী-পুরুষের তফাৎ ভেঙেছেন কৃষ্ণা চরিত্রে। সাহিত্যিক প্রভাবতী দেবী সু-প্রতিষ্ঠিত, স্বাধীনচেতা নারী হিসেবেই কৃষ্ণাকে গড়ে তুলেছেন। শিক্ষিত, আধুনিক নারী কৃষ্ণা,  বিপদে পড়লে সে নিজেই নিজের রক্ষা-কবচ হয়ে দাঁড়াতে পারে। লেখিকা প্রভাবতী দেবী তবে কৃষ্ণা চরিত্র থেকে নারীত্ব একেবারে মুছে ফেলেন নি। বরং বলা যায় তৎকালীন আধুনিক সমাজের একজন মনোমুগ্ধকারিনী নারী হিসেবেই তিনি কৃষ্ণাকে নির্মাণ করেছিলেন। তবে এক্ষেত্রে কৃষ্ণা নারীর তথাকথিত সতীত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রহস্যের সমাধানে নামতেন। বেশিরভাগ গল্পেই অপরাধী পক্ষের বিভিন্ন চরিত্র তাঁর প্রেমে পড়ত, এবং নিজেকে মুক্ত করার জন্য কৃষ্ণা কখনো তাদের দুর্বলতাকেও ব্যবহার করেছেন। এমনকী পুরুষকে জয় করার প্রবণতাকেও সম্পূর্ণ বিসর্জন দেননি কৃষ্ণা চরিত্রটি বরং চরিত্রগুলিকে সে কার্যোদ্ধারের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, তাদের সঙ্গে প্রেমের অভিনয় করেছে। কখনো পুরুষ চরিত্রদের থেকে কৃষ্ণা সাদরে উপহার গ্রহণ করেছেন, তবে কোন সম্পর্কেই তিনি জড়িয়ে পড়েন নি। যে সময়কালে প্রভাবতী দেবীর এই চরিত্রটি নির্মিত হয়েছিল, সেই সময়ের দিক থেকে ভাবতে গেলে কৃষ্ণা চরিত্রটি সময়কে ছাপিয়ে আধুনিক সমাজকে ছুঁয়ে ফেলার চেষ্টা করেছে।

তবে কৃষ্ণা সিরিজ সমকালে বেশ জনপ্রিয় তা অর্জন করলেও বহু বছর পাঠকের কাছে তার কোন হদিস ছিল না। যদিও লেখিকা অপরাধীর ক্ষেত্রেও তাঁর লেখার বিস্তৃতি লক্ষ্য করিয়েছেন পাঠককে। তবে বর্তমান সময়ে আজও প্রভাবতী দেবী সরস্বতী রচিত কৃষ্ণা সেভাবে পাঠকের দরবারে পৌঁছয়নি।

এমনিতেই গোয়েন্দা হিসেবে মহিলারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেই পরিচিত। সেই দিক থেকে কৃষ্ণা পাঠকের কাছে পৌঁছতে পারেননি। কিন্তু তার চরিত্র নির্মাণের বিশ্লেষণ করলে বোঝা যায় আধুনিক সমাজের ডাকাবুকো, ছকভাঙা মেয়েদের প্রকৃষ্ট উদাহরণ প্রভাবতী দেবী রচিত গোয়েন্দা কৃষ্ণা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...