শিক্ষামূলক ভ্রমণ এর নতুন গন্তব্য হতে চলেছে সরকারি অফিসগুলো। সরকারি অফিসে কিভাবে কাজ হয়ে থাকে, কি ধরনের পরিষেবা দেওয়া হয়, কি ধরনের কাজ রয়েছে অফিসগুলিতে, এসব জানানোই শিক্ষা মূলক ভ্রমণে শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য।সরকারি অফিসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের এসব দেখানো হবে।
স্কুলের শিক্ষা ভ্রমণের স্থান সাধারণত কোন ঐতিহাসিক জায়গা, জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন বা প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা কোন স্থান হিসেবে নির্ধারণ করা হয়। শেখার পাশাপাশি নির্মল আনন্দের একটি বিশেষ অংশ হল শিক্ষা ভ্রমণ। এই ক্ষেত্রে সরকারি অফিসে শিক্ষা ভ্রমণ অনুষ্ঠিত হওয়া কতটা প্রযোজ্য তাই নিয়ে দ্বিধা রয়েছে। সরকারি অফিসে ঘুরে, বড় হয়ে শিক্ষার্থীরা কোন অফিসে কাজ করতে চায় সে ব্যাপারে জানার সুযোগ পাবে, এই উদ্যোগের উদ্দেশ্য হয়তো সেটাই বলে বলে জানান যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য্য।
আসলে সরকারি অফিসে গিয়ে শিক্ষামূলক ভ্রমন করলে, পড়ুয়াদের অফিসের কাজ সম্পর্কে একটি প্রাথমিক ধারনা তৈরী হবে। কোন অফিস আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে আসে, তা তারা জানতে পারবে সরাসরি অফিসে গিয়ে, সেখানকার কর্মচারীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে| ফলে তাদের লেখাপড়ার ক্ষেত্রেও অনেকটাই সুবিধে হবে বলে ভাবা হচ্ছে। এইভাবে প্র্যাকটিক্যালি কাজকর্ম সম্পর্কে একটি সম্যক ধারনা দিতেই এই ব্যবস্থা।
 In English
													
