দুর্গাপুজোর আগেই বাংলার মানুষের জন্য সুখবর, আসছে সাধারণ বন্দে ভারত এক্সপ্রেস

এখন ভারতে সর্বাধিক চর্চিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। সব মানুষই চাইছেন একবার হলেও এই ট্রেন সফরের আনন্দ নিতে। ইতিমধ্য়েই একাধিক রুটে চলছে এই ট্রেনটি। কিন্তু মুশকিল একটাই, সাধারণ গরীব মানুষের জন্যে এই ট্রেনে ওঠা অসম্ভব। কারণ এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশী।  

তবে সেই মানুষের কথা ভেবেই একটা সুখবর নিয়ে এল রেল কর্তৃপক্ষরা। অনেক ট্রেনগুলিতে বিভিন্ন উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে তারা। রেলযাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধার গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে।

রেল সূত্রে খবর, এবার মধ্যবিত্ত কিংবা গরিবদের কথা মাথায় রেখেই আসছে বন্দে সাধারণ ট্রেন। জানা গিয়েছে এই ট্রেনটি হবে একেবারে নন এসি ট্রেন। তবে নন এসি বলে যে কিছুই অত্যাধুনিক জিনিস থাকবে না তা কিন্তু একেবারেই নয়, সব কিছুই থাকবে এই ট্রেনে। তবে,বাংলার জন্য় এটা এক বড় সুখবর। এই বন্দে ভারত সাধারণ ট্রেন চলবে বাংলাতেও। দূর্গাপুজোর মুখেই চালু হতে পারে এই সস্তার বন্দে ভারত। জানা যাচ্ছে আগামী ৩১ অক্টোবরের আগে এই বন্দে ভারত ট্রেন চালু হতে পারে।

তবে রেলের তরফ থেকে নির্দিষ্টভাবে কোনও ঘোষণা আসেনি। কত ভাড়া হবে, কবে থেকে ছাড়বে, কোন রুট দিয়ে যাবে তবে কিছু রুটের কথা জানা গিয়েছে। যেমন হাওড়া-নয়াদিল্লি, পাটনা-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ নয়াদিল্লি এই রুটগুলিতে চলবে। আবার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বেশিরভাগ বন্দে ভারতের গন্তব্য হবে রাজধানীতে।

জানা যাচ্ছে যেহেতু এই ট্রেন নন এসি হবে, তাই সেখানে ভাড়াও কম হতে পারে। শোনা যাচ্ছে এই পুশপুল ট্রেনটিতে থাকবে ২২টি কোচ। তার সঙ্গে একটি লোকোমোটিভ থাকবে। তবে সূত্রের খবর, শুধু বন্দে সাধারণই ট্রেনেই নয়, দেশে বন্দে মেট্রো ও বন্দে স্লিপারও আসতে চলেছে। তাদের সুত্র অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে ১২ কোচের বন্দে ভারত মেট্রো ট্রেন ও ২০২৪ সালের মার্চের মধ্যেই বন্দে ভারতের স্লিপার কোচ ট্রেনগুলি চালু হতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...