প্রথম ভারতীয় হিসেবে নীরজ চোপড়ার স্বর্ণপদক জয়।

২০২০ টোকিও অলিম্পিকে স্বাধীন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক  ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক জয় করেছিলেন নীরজ চোপড়া। প্রথম পদক মানে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনার ছেলে সোনা জয় করে নিয়েছিলেন। ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন তিনি। এবার বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিনলিন থ্রো ইভেন্টে সোনার পদক জিতেছেন নীরজ চোপড়া। দ্বিতীয় রাউন্ডে থ্রো করেন ৮৮.১৭মিটার। সেই সুবাদেই সোনা জয় তার। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করলেন নীরজ।

processed-9459345d-d82c-4d0b-a5a6-e31e797c90e0_ml9bepvj

স্বভাবতই তার এই সাফল্যে গোটা দেশ তাকে শুভেচ্ছা জানাচ্ছে। বাদ যাননি প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটাররাও।

কপিল দেব, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে।

১৯৮৩ সালের বিশ্বকাপ যিনি এনে দিয়েছিলেন ভারতবর্ষের ঝুলিতে সেই প্রাক্তন অধিনায়ক নীরজকে কুর্নিশ জানিয়ে বলেন সোনার ছেলে-র দৌড় চলছেই।

বিরু বলেছেন, “ফেঁকো তো অ্যায়সা ফেঁকো কি চার লোগ বলে ক্যায়া ফেকতা হ্যায় ইয়ার। ৮৮.১৭ মিটার দূর ভালা ফেকা।“

নীরজকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন ওপেনার গম্ভীর লিখেছেন, ‘আমাদের হীরে এবারও সোনা জিতল।’

ফাইনালে নীরজের প্রথম থ্রো-তে হয় ফাউল। দ্বিতীয় থ্রোতে কিন্তু একেবারে ৮৮.১৭মিটার দূরত্বে নিশানা পাঠান। প্রতিপক্ষের কপালে সেই থেকেই ফুটে ওঠে চিন্তার ভাঁজ। এর আগেও যেমনটা কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৮.৭৭মিটার দূরত্বতে করেছিলেন বাজিমাত। আর এর সুবাদেই প্যারিস অলিম্পিকের যাত্রাপথ মসৃন হয়ে যায় তার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...