প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরীশ মেগন, শোকাহত গোটা বলিউড ইন্ডাস্ট্রি

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা হরীশ  মেগন। ‘গোলমাল, ‘নমক হালাল’, ‘সাত্তে পে সাত্তা, ‘চুপকে চুপকে’-র মতো ছবিতে অভিনয় করে সত্তর ও আশির দশকে জনপ্রিয় হয়েছিলেন হরীশ । জানা গিয়েছে, শনিবার রাতে মুম্বইতে তাঁর মৃত্যু হয়েছে।

harish_11zon

মৃত্যকালে বয়স হয়েছিল ৭৬ বছর। তবে, কী কারণে মৃত্যু হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু এবং হয়তো সেইজন্যে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকাহত গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

রবিবার সিন্টা (সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস' অ্যাসোসিয়েশন) হরীশ  মেগনের মৃত্যুসংবাদ টুইটারে জানিয়েছেন । সংস্থার তরফ থেকে টুইটে লেখা হয়েছে, ‘‘আমরা হরীশ মেগনের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি। ১৯৮৮ সাল থেকে তিনি আমাদের সদস্য ছিলেন।’’

১৯৪৬ সালের ৬ই ডিসেম্বর মুম্বইয়ে জন্ম হরীশের। তিনি ১৯৭৪ সালে পুনের এফটিআর থেকে স্নাতক হয়েছিলেন। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। ‘নামাক হালাল’, ‘শাহেনশা’, ‘মুকাদ্দার কা সিকন্দর’, ‘আজুবা’- তাঁর কিছু উল্লেখযোগ্য দর্শকের মনে রাখার মতন ছবি। শেষবার, ১৯৯৭ সালে ‘উফ! ইয়ে মহব্বত’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপরই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন হরীশ। পরবর্তীকালে জুহুতে একটি অ্যাক্টিং স্কুল ‘হরীশ মেগন অ্যাক্টিং ইনস্টিটিউট’ শুরু করেন তিনি। সেখানেই উঠতি অভিনেতাদের অভিনয় শেখাতেন। এছাড়া তিনি রোশন তনেজার অ্যাক্টিং স্কুলেও প্রশিক্ষণ দিতেন।

অভিনেতার প্রয়াণে তাঁর ঘনিষ্ঠরা সমাজমাধ্যমে তাঁকে স্মরণ করেছেন। এক নেটিজেন ‘আঁধি’ ছবির একটি গানের দৃশ্য শেয়ার করে লিখলেন, ‘হিন্দি সিনেমায় মিষ্টি ক্যামিওর জন্য সবসময় হরীশ  মেগনকে আমরা মনে রাখব, অসাধারণ অভিনেতা’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...