খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হতে চলেছে গোয়া

খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হতে চলেছে গোয়া

ফের করোনা আক্রান্তের খোঁজ না মিললে আগামী ২০ এপ্রিলের মধ্যেই গোয়া “গ্রিন জোন”-এ পরিণত হতে পারে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
এর মধ্যেই অবশ্য দক্ষিণ গোয়া “গ্রিন জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ১১ দিনে গোয়ায় নতুন করে কোনও কোবিদ আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি। জানা গিয়েছে, গোয়ায় এর আগে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৭ জনই উত্তর গোয়া জেলার বাসিন্দা। পাঁচজন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। দুজন রোগীর এখনও চিকিৎসা চলছে। দক্ষিণ গোয়া জেলাটি ইতিমধ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোয়ার সীমানাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। গোয়ার গা পাশেই মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলা।

আর এক সীমান্তে কর্নাটকের বেলগাভি জেলা। ওই এলাকতাতেও ক্রমেই ছড়াচ্ছে মারণ করোনার সংক্রমণ। ওই এলাকাগুলি থেকে যাতে কেউ গোয়ায় ঢুকে পড়তে না পারে তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। করোনার সংক্রমণ রুখতে চিকিত্সা ও অন্যান্য জরুরী পরিষেবা ছাড়া গোয়ার সীমানা দিয়ে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সমস্ত ট্রাক চালক এবং তাঁদের সঙ্গে থাকা ব্যক্তিদের রাজ্যে ঢোকার আগে গোয়া সীমান্তে থাকা “স্যানিটেশনেশন চ্যানেল” দিয়ে যেতে হবে।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...