মেয়েরাও পড়তে পারবে এবার থেকে সৈনিক স্কুলে

 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সৈনিক স্কুলের দরজা মেয়েদের জন্যও খুলে দেওয়ার অনুমতি দিলেন। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই পড়াশোনা করতে পারবে মেয়েরাও। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৈনিক স্কুলগুলিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বেটি বাঁচাও বেশি পড়াও' কর্মসূচির অঙ্গ হিসেবে এবং সেনাবাহিনীতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণ ও লিঙ্গ সমতা আনার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

                       মিজোরামের ছিংছিপ সৈনিক বিদ্যালয়ে দু'বছর আগে মেয়েদের পড়ানোর সুযোগ সংক্ৰান্ত প্রতিরক্ষা মন্ত্রকের একটি পাইলট প্রজেক্ট সফল হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে সেখানে ১৫৪ জন ছাত্রের সঙ্গে ৬ জন ছাত্রীও পড়াশোনা করছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি করার প্রস্তাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্মতি জানিয়েছেন। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং যথেষ্ট সংখ্যক মহিলা কর্মী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে কয়েকটি স্তর থেকেই এই ভর্তি প্রক্রিয়া চলবে। গোটা দেশে বর্তমানে ৩১টি সৈনিক স্কুল রয়েছে। রাজস্থান, উত্তরাখন্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় আরও পাঁচটি সৈনিক স্কুল খোলার কথা চলছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...