George Telegraph Institute Empowers Dreams: 105 Years of Building Careers

প্লেসমেন্ট ফেয়ার ২০২৫: চাকরির পথে নতুন দিশা দিচ্ছে জর্জ টেলিগ্রাফ ইন্সটিটিউট

জর্জ টেলিগ্রাফ ইন্সটিটিউট - “জীবন গড়ে দেয়”। সত্যিই তাই, ১০৫ বছর ধরে প্রত্যেকটি ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে আসছে জর্জ টেলিগ্রাফ। বছরের পর বছর ধরে জব ওরিয়েন্টেড কোর্স প্রশিক্ষণের পাশাপাশি নামী কোম্পানিগুলিতে চাকরির সুযোগ করে দিচ্ছে জর্জ টেলিগ্রাফ আয়োজিত প্লেসমেন্ট ফেয়ার। ২০২৫ সালে প্লেসমেন্ট ফেয়ারের আয়োজন হয়েছিল শিয়ালদহের মেইন ক্যাম্পাসে। 

প্লেসমেন্ট ফেয়ার নিয়ে সংস্থার ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত জানিয়েছেন, সারাবছরই প্লেসমেন্ট ফেয়ারের আয়োজন করা হয়।প্লেসমেন্ট ফেয়ারের একটাই লক্ষ্য ছাত্র ছাত্রীরা যেন ট্রেনিং-এর পর উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পায় এবং নিজের পায়ে দাঁড়ায়। এবার ফাইনাল সিমেস্টারের প্লেসমেন্ট ফেয়ার অনু।্ঠিত হল। প্রথম রাউন্ডেই ৩০ শতাংশ পড়ুয়া পছন্দের শিল্প সংস্থায় চাকরির সুযোগ পেয়েছে, বেতন কাঠামো নিয়েও তারা খুশি। ৩ দিনের প্লেসমেন্ট ফেয়ারে প্রায় ৬০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১০০টির বেশি শিল্প সংস্থা উপস্থিত ছিল।

প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মৌমিতা ঘোষ প্লেসমেন্ট ফেয়ার নিয়ে নতুন ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে পরামর্শ দেন থিওরিটিক্যাল ট্রেনিং এবং সফট স্কিল প্রশিক্ষণের পাশাপাশি যেসব ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে সেখানেও যেন পড়ুয়ারা তাদের দক্ষতা ও মেধার পরিচয় দেয়। 

হেড অফ কর্পরেট রিলেশন দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তির সময় থেকেই ১০০ শতাংশ প্লেসমেন্ট সাপোর্ট দিতে চেষ্টা করে জর্জ টেলিগ্রাফ। বর্তমানে ট্রেনিং-এর পাশাপাশি ইন্টার্নশিপও বাধ্যতামূলক। যাতে ইন্ডাস্ট্রি এক্সপোজার বেশি থাকে এবং ওরিয়েন্টেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্লেসমেন্টে ভাল সুযোগ পেতে পারে।




এটা শেয়ার করতে পারো

...

Loading...