ভারতে শুরু হল জি-২০ সম্মেলন, সম্মেলনের প্রথম দিন কি কি হল?

দীর্ঘ অপেক্ষার পর শনিবার, ৯ই সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দান এলাকার ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। চলবে রবিবার, ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই আমেরিকা, ফ্রান্স, চিন, ব্রিটেন থেকে শুরু করে জি-২০ তালিকাভুক্ত বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রনেতারা এসে পৌঁছেছেন দিল্লিতে। তবে জানা গিয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি । জিনপিং-এর পরিবর্তে সম্মেলনে যোগ দিতে এসেছেন চিনের প্রধানমন্ত্রী লি শিয়াং। 

259921-g20-reuters4_11zon

এবারের জি-২০ সম্মেলনের থিম হল ‘ওয়ান আর্থ-ওয়ান ফ্যামিলি-ওয়ান ফিউচার’। ভারতীয় পুরাণ উপনিষদ অনুযায়ী এই কথাটির অর্থ হল বসুধৈব কুটুম্বকম। 

জি-২০ সম্মেলনের প্রথম দিনে কী হল? প্রথম সভা ‘ওয়ান আর্থ’ শুরু হয়েছে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। এই সভায় নেতারা বিশ্বের শক্তি বাড়ানো ও জলবায়ু সম্পর্ক নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। কয়লা থেকে শুরু করে যে সমস্ত পদার্থ দিয়ে শক্তি উৎপাদন হয় সেই সব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই সভাতে।

এই প্রথম সভা শেষ হলেই শুরু হয়েছে লাঞ্চ ব্রেক। রাষ্ট্রনেতাদের জন্য রয়েছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন।

তারপর বিকেল তিনটে নাগাদ শুরু হয়েছে দ্বিতীয় সভা। সেই সভার নাম হল ‘ওয়ান ফ্যামিলি’। এই সভা চলবে বিকেল ৪.৪৫ থেকে ৫.৩০ পর্যন্ত। এই মিটিংআয়োজন করা হয়েছে পুল অ্যাসাইডে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসেছিলেন রাষ্ট্র প্রধানদের সাথে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার রাতে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন। সেই নৈশভোজে  রাষ্ট্রনেতাদের পাশাপশি ভারতের বিভিন্ন রাজ্যের নেতা-নেত্রীরাও আমন্ত্রিত হয়েছেন।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...