সাত মাসের এক ছোট শিশুর পেটে এক মানব শিশুর ভ্রূণ- এই বিষয়টাই কি অদ্ভুদ ও অবিশ্বাস্য না! কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে উত্তরাখন্ডের দেরাদুনে। সেখানে সাত মাসের শিশুর পেটে একটি মানব ভ্রূণ জন্ম নিয়েছে।
শিশুটির জন্মের কিছুদিন পর থেকেই তার অভিভাবকরা খেয়াল করেন, শিশুটির পেট অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। এরপরই তারা শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান আর সেখানেই এক্স-রে করলে দেখা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে। এই বিষয়ে অবাক হয়ে যান চিকিৎসকরা।
ডাক্তাররা জানিয়েছেন, এই বিষয়কে বলা হয় Foetus in Fetu। এর অর্থ, ভ্রূণের মধ্যে ভ্রূণের বিকাশের ঘটনা। এতে, ভ্রূণ বিকাশের সময়, কিছু অজানা কারণে, একটি ভ্রূণ অন্য ভ্রূণের ভিতরে বেড়ে উঠতে শুরু করে। প্রায় কয়েক লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। মূলত মাতৃগর্ভেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি শনাক্ত করা যায়। কিন্তু এখনও বেশির ভাগ ক্ষেত্রেই শিশুর জন্মের পরই এই তথ্য সামনে আসে।
বর্তমানে অপারেশনের পর শিশুটির পেট থেকে মানব ভ্রূণ বের করা সম্ভব হয়েছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ।
In English

