পুজোর আগেই দারুন সুখবর!

পুজোর আগেই দারুন সুখবর মেদিনীপুরবাসীদের জন্য। এবার খুলছে ভাসমান রেস্তেরা, কংসাবতীর বুকে। শুধু তাই নয় লোভনীয় খাবার দাবারের সাথে থাকছে নদীবক্ষে বিশেষ লাইটিং এর ব্যবস্থাও। প্রশাসনের এই উদ্যোগে স্বভাবতই খুব খুশি আমজনতা।

গঙ্গার তীরের মতো বহু মানুষ কংসাবতীর তীরে আসেন নিজেদের মন ভালো করতে। সন্ধ্যের হাওয়া গায়ে মেখে,ছবি তুলে একরাশ সুখস্মৃতি সঙ্গে করে বাড়ি ফেরার পথে রওনা দেন। মেদিনীপুর সংলগ্ন কংসাবতীর তীরবর্তী গান্ধীঘাট এলাকায় কয়েকবছর ধরেই কাজ চলছে রূপায়নের। 'I love Midnapore' এর ফলক মূর্তি মন কেড়েছে সকলের। সকাল হোক বা সন্ধ্যায় নদীর ধারে এসে বসেন সাধারণ মানুষ।

বিবিধ বিপ্লবের গল্প মেশা এই শহরের গান্ধীঘাটকে ক্ষুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে তৈরী করার পরিকল্পনা চলছে প্রশাসনের। তবে, পুজোর আগে বিশেষ উপহার পেতে চলেছেন শহরবাসী। ইতিমধ্যেই মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া পর্যটন দপ্তরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। প্রশাসন সূত্রে খবর ইতিবাচক সাড়াই মিলেছে।

আরো জানা গিয়েছে নদীর পাড় বরাবর এক কিলোমিটারের বেশি হাঁটার জন্য ফুটপাত তৈরী করা হবে। নদীর মাঝে লঞ্চে এই রেস্টুরেন্ট ঘোরাফেরা করবে। এহেন উদ্যোগের মাধ্যমে পর্যটনের নতুন দিগন্ত খুলছে মেদিনীপুর জেলা প্রশাসন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...