৫ ঘটনার পূর্বাভাস সত্যি হয়ে বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস!

ওয়াই-ফাই, ডেবিট কার্ড, চাঁদে অবতরণ এই তিনের মধ্যে কী মিল আছে বলুন তো?

আপনি যদি বলেন তিন ঘটনাই মানব সভ্যতার ইতিহাস বদলে দেওয়া আবিষ্কার, তাহলে বলব পুরো উত্তর হল না। আসলে এই তিন ঘটনায় আবিষ্কারের বহু যুগ আগে এসেছিল ভাবনায়। তখন বিষয়গুলি কল্পবিজ্ঞান বা অলস মস্তিষ্কের ‘গালগল্প’ বলে গুরুত্ব না পেলেও একশো বছর পর ভাবনাগুলো নিতান্ত অবাস্তব কল্পনা থাকেনি হয়ে উঠেছে মানবসভ্যতার যুগান্তকারী আবিষ্কার!

নিকোলা টেসলার কাহিনিও কিছুটা এমনই। তিনি ছিলেন এক আশ্চর্য স্বপ্নাচারী মানুষ। ১৮৮৩ সালে তিনি প্রথম 'ইন্ডাকশন মোটর' নির্মাণ করেন।শুনলে চমকে যাবেন ওয়াই-ফাই আর মোবাইল ফোন এই দুয়েরই প্রথম ভাবনার জনকও তিনি। ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা সম্ভব, শুধুমাত্র ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেই। টেসলার সেদিনের ভাবনা আজ পৃথিবীর বুকে সত্য। তাঁর কল্পিত সেই তারহীন ছোট্ট যন্ত্রেই চলছে আজকের গোটা দুনিয়া।

একটা সময় ছিল যখন চাঁদ ছোঁয়ার কথা ছিল শুধুমাত্র কল্পনা। কিন্তু চাঁদ যে কেবল কল্পনা না, তার মাটি ছোঁয়া যায় সেই কথা সত্যি করেছিলেন নীল আর্মস্ট্রং। একদিন মানুষ সত্যিই চাঁদের মাটিতে হাঁটবে এই ভাবনা লেখায় ধরেছিলেন বিখ্যাত সাহিত্যিক জুল ভার্ন। ১৮৯৬ সালে। তাঁর ট্রাভেল ডায়েরিতে দুজন ব্যক্তির চাঁদে পাড়ি দেওয়ার কাহিনি লিখেছিলেন। মকাকাশযানের বিষয়টিও এসেছিল সেখানে কাকতালীয়ভাবেই।

ইয়ার বাডে গান শোনার অভ্যাস প্রতিদিন বাড়ছে। নিত্য নতুন চেহারায় বদলে যাচ্ছে ডিভাইস। ১৯৫৩ সালে রে ব্র্যাডবেরি কল্পনা করেছিলেন এমই এক যন্ত্রর কথা। তাঁর বই ফারেনহাইট ৪৫১-এ বলেছিলেন এক যন্ত্রের কথা। শামুকের খোলের মতো ছোট্ট যন্ত্রে রাখা থাকবে এক সমুদ্র গান। এমনকি তার মাধ্যমে কথাও বলা যাবে একে অপরের সঙ্গে।

পৃথিবীর ইতিহাসে মানবদেহে প্রথম অঙ্গ প্রতিস্থানের ঘটনা ঘটে ১৯৫৪ সালে। কিন্তু তার বহু বছর আগে এই ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন রবার্ট বয়েল ১৬৬০ সালে। একটি জার্নালে তিনি লিখেছিলেন মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হলে অনেক রোগের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে। এখন প্রতিদিনের জীবনে সঙ্গী একাধিক ওষুধের ব্যাপারেও আগাম আভাস দিয়েছিলেন তিনি। চিকিৎসার তার জন্য আজও মনে করেন রবার্ট বয়েলের নাম।

ভবিষ্যৎবাণীর জন্য ঘুরে ফিরে আসে ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের নাম। ৬,৩৩৮ টি ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তার মধ্যে হিটলারের শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৯/১১-এর সন্ত্রাস হামলা, ফরাসি বিপ্লব এবং পারমাণবিক বিভিন্ন ঘটনা ছিল। তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় ১৬৬৬ সালে লন্ডননগরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...