Santanu Maheshwari: এই প্রথম ভারতের সাথে জোট বাঁধল ভিয়েতনাম! কান চলচ্চিত্র উৎসবে কেমন অভিজ্ঞতা হল অভিনেতা শান্তনুর?

বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরী স্বপ্নেও ভাবতে পারেননি যে মাত্র ৩৩ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে পৌঁছে যাবেন তিনি! স্বপ্ন ছিল বটে, সেটা সত্যি হয়েছে এবার। নিজের ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’ ছবির পোস্টার মুক্তির কারণে এবং পাঁচটি ছবি নিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন শান্তনু।

এখন ওখানেই রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের অভিজ্ঞতার কথা জানান এক সংবাদমাধ্যমে। তিনি জানিয়েছেন যে শুরুতে তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি যে কান চলচ্চিত্র উৎসবে তাঁর ছবির পোস্টার মুক্তি পাবে। আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম ভারত-ভিয়েতনাম জুটি। আর সেই জুটির সাক্ষী ছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার ছিলেন বলে ভয়ে হাত-পা কেঁপেছে তাঁর। তিনি জানিয়েছেন যে এর জন্য ঈশ্বরের কাছে তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

তিনি জানিয়েছেন যে উৎসব প্রাঙ্গণ মানেই মনকে ভালো করার একটা যায়গা। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে এটাই অনুভব করেছ অভিনেতা। পোস্টার মুক্তির দিন নানা দেশের প্রচুর প্রযোজক-পরিবেশক নিজে থেকে যোগ দিয়েছিলেন। শেষের দিকে হিন্দি গানের সাথে নেচেওছিলেন। লাল কার্পেটে জাদু ছড়িয়েছেন বলিউডের প্রথম সারির নায়িকারা। ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, অদিতি রাও হায়দারি, কিয়ারা আডবাণী।

এদিন ছবির পরিচালক রাহত কাজমিও সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই প্রথম ভারত-ভিয়েতনাম দুই দেশ পর্দায় জুটি বাঁধল। এতদিন ভারত বা ভিয়েতনাম দুজনেই তাদের সংস্কৃতির আদানপ্রদান করেনি। ‘লভ ইউ ভিয়েতনাম’ সেই কাজটি শুরু করল। কাঁটাতারের বেড়া পেরিয়ে কীভাবে ভালবাসা বেঁচে থাকে, সেই গল্পই বলবে এই ছবি। জুন মাস থেকে শুটিং শুরু হবে এই ছবির। এই গল্পটি সাবহাতিন আলির লেখা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...