কাটা হল রাপুঞ্জেলের চুল

অবশেষে কাটা হল রাপুঞ্জেলের চুল। নাম শুনেই খানিকটা ধারণা করা যাচ্ছে বোধহয় সে কে। তবে যারা তার বিষয়ে অবগত নন, তাদের জ্ঞাতার্থে জানাই রাপুঞ্জেল রূপকথার এক নায়িকা, যে বিশ্বখ্যাত তার লম্বা সুন্দর চুলের কারণে। তার চুলের দৈর্ঘ্য দেখলে অবাক হতে হয়। আপনি ভাবছেন যে রূপকথার চরিত্রের চুল কাটা কী করে সম্ভব? সম্ভব, তবে এই রাপুঞ্জেল রীতিমতো বাস্তবের চরিত্র। তার খ্যাতিও কিন্তু বিশ্বজোড়া। তার কথাই বলব।

Rapunzel3

অষ্টাদশী এই বাস্তবের রাপুঞ্জেলের সাক্ষাৎ মিলবে গুজরাটের মোদাসাতে, নাম নীলাংশি প্যাটেল। কিন্তু এই বয়সেই সর্বাধিক ২০০ সেন্টিমিটার চুলের অধিকারিণী হিসেবে জায়গা হয়েছে তার Guinness World Records -এ। আর একটু স্পষ্ট করে বলতে গেলে, গত বছর জুলাই মাসে তার জন্মদিনের আগে এই স্বীকৃতির অধিকারিণী হয় সে, আর তাতেই বাস্তবের রাপুঞ্জেল নামেই তার পরিচিতি মিলছে। শেষ মাত্র ৬ বছর বয়সে পার্লার-মুখো হয় সে, কিন্তু এক তিক্ত অভিজ্ঞতার কারণেই আর সেই পথ মাড়ায়নি, কিন্তু আবার শিরোনামে এসেছে সে, কারণ সে তার বিশ্ব রেকর্ডধারী চুল কেটে ফেলেছে। কিন্তু কেন?

তার মতে চুল তাকে দিয়েছে অনেক স্বীকৃতি, এবার তার কিছু ফেরত দেওয়ার পালা, তাই এই সিদ্ধান্ত। চুল নিয়ে সে কী করতে চলেছে তাহলে? কাটা চুল নিলাম করে, প্রাপ্ত অর্থ ক্যান্সার আক্রান্তদের দেওয়ার কথা ভাবা হয়েছিল প্রথমে। আমেরিকার Guinness World Record Museum -এ চুল সংরক্ষণের কথাও ভাবা হয়েছিল।

Rapunzel4

শেষমেশ মা কামিনিবেন নিলেন সিদ্ধান্ত। মায়ের সিদ্ধান্তে খুশি নীলাংশি। চুল থাকবে আমেরিকার Guinness World Record Museum -এ, কিন্তু তার আগে ২৬৬ গ্রামের এই চুল রাখা থাকবে Ripley's Believe It or Not! Museum-এ। তার দীর্ঘ ১২ বছরের যত্নে লালিত সম্পদের এহেন স্বীকৃতি, যা দেখবে বিশ্ববাসী তা নেহাত কম কথা নয়। মা কামিনীবেনও কম যান না, তিনি তাঁর নিজের চুল দান করলেন ক্যান্সার আক্রান্তদের সেবায়।

এখন নতুন হেয়ার স্টাইলে বেশ খুশি এই বাস্তবের রাপুঞ্জেল। চুল তার এখন প্রায় বিদেশের মিউজিয়ামের দোরগোড়ায়, অবাক নয়নে দেখবে বিশ্ববাসী! আর হোক না চুল, এক্ষেত্রেও ভারতের সম্মানের মুকুটে আর একটা রত্নের সংযোগ ঘটাল। ভাঙতে চান এই রেকর্ড? বেশ যাত্রা শুরু হোক আপনার - চাইলে আপনিও হতে পারেন রাপুঞ্জেল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...