মাথায় লাল পাগড়ি, কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা আর গায়ে গেরুয়া বসন! প্রকাশ্যে এল দেবী চৌধুরানীর ‘ভবানী পাঠক’

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’কে বড় পর্দায় আনছেন ‘অভিযাত্রিক’ খ্যাত পরিচালক শুভ্রজিৎ। সেই খবর অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। প্রযোজনায় এডিটেড মোশন পিকচার্স প্রোডাকশন, এডিটেড মোশন পিকচার্স এবং এলওকে আর্টস কালেকটিভ। আর তারপর থেকেই সকলের উন্মাদনা একেবারে তুঙ্গে!

এই ছবিতে ‘দেবী চৌধুরাণী’ রুপে অভিনয় করবেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর লুক বেশ অনেক আগেই প্রকাশ্যে এসেছিল।

এই গল্পের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র হল ‘ভবানী পাঠক’। কারণ তিনিই নিজের হাতে ধরে প্রফুল্লকে ‘দেবী চৌধুরাণী’তে রপান্তরিত করেছিলেন। ফলে, সকল অনুরাগী মুখিয়ে ছিলেন কবে পরিচালক শুভ্রজিৎ মিত্র তাঁর লুক প্রকাশ্যে আনবেন। অবশেষে প্রায় দীর্ঘ প্রতিক্ষার পর প্রকশ্যে এল ‘ভবানী পাঠক’। সেই চরিত্রে অভিনয় করবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লুক প্রকাশ্যে আসতেই গোটা টলিপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

গত শনিবার থেকে শুভ্রজিতের ছবির দ্বিতীয় পর্বের শুটে যোগ দিয়েছেন  টলিপাড়ার বুম্বাদা। সেই শ্যুটিং সারা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম এলাকায়। দ্বিতীয় পর্বের পুরো শ্যুটিং এখন টানা চলবে। এবার শ্রাবন্তী এবং বাকি সমস্ত অভিনেতাদের সাথে থাকবেন প্রসেনজিৎ। জানা গিয়েছে যে রোজ শ্যুটিং শুরু হচ্ছে ভোর ৪টে থেকে।

image_2024_03_18T12_54_59_395Z

মাথায় লাল পাগড়ি, কপালে মোটা করে রক্ততিলক, গাল থেকে শুরু বুক অব্দই চাপ দাঁড়ি, কাঁধছোঁয়া লম্বা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া বসন আর তীক্ষ্ম চাউনি! টলিপাড়ার প্রিয় বুম্বাদাকে চিনতে পারা খুবই মুশকিল। সত্যি যেন ‘ভবানী পাঠক’ স্বয়ং গল্প থেকে বেরিয়ে এসেছে!

শ্যুটিং-এর ফাঁকে তোলা ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ নিজেই। সেখানে দেখা যাচ্ছে তাঁর একপাশে দাঁড়িয়ে শেষ মুহূর্তের রূপটান দেখে নিচ্ছেন খ্যাতনামী রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু এবং অন্যপাশে দেখা যাচ্ছে পরিচালক শুভ্রজিৎকে। নায়ককে শট বোঝাচ্ছেন পরিচালক। অভিনেতা ক্যাপশনে লিখেছেন, “দেবীচৌধুরানীতে ঐতিহাসিক চরিত্র 'ভবানী পাঠক'-এর অভিনয়ের জন্য প্রস্তুত।" আর মুখে 'জয় ভৈরবী' ধ্বনি।

প্রসেনজিতের এই লুক দেখে উত্তেজিত সমস্ত ভক্তরা। কমেন্ট করেন বেশ অনেকেই। একজন লেখেন, “তোমার এই ছবি টা দেখে ওই গান টার কথা মনে পড়ে গেল- ছদ্মবেশী নায়ক আমি এ্যান্টনি ফিরিঙ্গি হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী।“ আরও এক ভক্ত লেখেন, “অসাধারণ লাগছে, অপেক্ষায় রইলাম।“ 

এই লুক আনতে এত সময় কেন লাগলো বুম্বাদার? এই বিষয়ে পরিচালক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে বুম্বাদার দম ফেলার ফুরসত নেই। একের পর এক কাজে ব্যস্ত তিনি। তাই ‘ভবানী পাঠক’ হয়ে ওঠার জন্য পরিচালকের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছিলেন। রূপটানে সুবিধে হবে বলে এরপর তিনি ওজন বাড়িয়েছেন, গোঁফ-দাড়ি-চুল সবটাই বাড়িয়েছেন। তাই সব মিলিয়েই সময় লেগেছে তাঁর।

সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের মতন বুম্বাদাও ঘোড়ায় চড়া থেকে শুরু করে অস্ত্রচালনা প্রশিক্ষণ, সবকিছু শিখেছেন।

পরিচালক আরও জানিয়েছেন যে ইতিহাসে ‘ভবানী পাঠক’ হল একজন দশনামী সম্প্রদায়ভুক্ত মানুষ। ফলে, সেই ঐতিহাসিক সূত্র ধরেই ছবিতে ‘ভবানী পাঠক’-এর ‘লুক’ তৈরি করেছেন তিনি। শুভ্রজিৎ আরও জানিয়েছেন, যে ‘ভবানী পাঠক’ চরিত্রটির সঙ্গে বুম্বাদার মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। তাই শুরু থেকে তিনি বুম্বাদাকেই ভেবেছেন। তিনি মনে করেন যে এই চরিত্রটা বুম্বাদা ছাড়া আর কেউ জীবন্ত করে তুলতে পারবেন না।

২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে ‘দেবী চৌধুরাণী’ ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল। দীর্ঘ অপেক্ষার পর শ্যুটিং চলছে এই ছবির। দেখা গিয়েছিল ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠতে প্রচুর পরিশ্রম করেছেন নায়িকা শ্রাবন্তী। ঘোড়ায় চড়া থেকে শুরু করে তলোয়ার চালনা সবকিছুর ট্রেনিং নিয়েছিলেন তিনি।

এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শুরু করেন শ্রাবন্তী। প্রথম পর্বের শ্যুটিং সেরে ফেলেছেন নায়িকা। গত শনিবার থেকে শুরু হল দ্বিতীয় পর্বের শ্যুটিং।  

জানা গিয়েছে যে  এই ছবির অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফের দায়িত্বে থাকছেন বলিউডের ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। এই ছবিতে শ্রাবন্তি চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট্য অভিনেতারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...