৩ দিনে ২২ ছবি, নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আজই শেষ দিন

এপার বাংলা- ওপার বাংলার বন্ধনে সিনেমা এক বড় বাঁধন। এখন বাংলাদেশের সিনেমা কলকাতায় আলাদা আবেগ তৈরি করেছে। ‘হাওয়া’ এবং ‘সুড়ঙ্গ’ এপার বাংলায় মুক্তি পেয়েছে চলতি বছরে। আর ছবি নিয়ে সাধারণ দর্শকদের উন্মাদনা অন্যভাবে ভাবিয়েছে সিনে ক্রিটিকদের। সিনেমার পাশাপাশি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তাতেই এই কথাটা বোঝাই যাচ্ছে যে, শিল্পের দিক থেকে নতুন করে একটা সংযোগ বা যোগসূত্র স্থাপন করা হচ্ছে দুই বাংলার মধ্যে। কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল।

718463-new-pic-page-3_11zon

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২৯-৩১ জুলাই নন্দনে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। তিন দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১ এবং নন্দন ২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে বাংলাদেশীয় ছবি। বাংলাদেশের মোট ২২টি ছবি রয়েছে অনুরাগীদের জন্যে।

 ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘জেকে-১৯৭১’, ‘স্ফুলিঙ্গ’, ‘পরাণ’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বিক্ষোভ,’ ‘দামাল’, ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গন্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’, ‘শ্রাবণ জোৎস্নায়’, ‘গুণিন’, ‘ন ডরাই’, ‘বিউটি সার্কাস’, ‘আলফা’, ‘মা’, ও ‘পাপ-পূণ্য’।

পরিচালক ফখরুল আরেফিন খানের তিনটি ছবি ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’ দেখানো হয়েছে। জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’, শরিফুল রাজের ‘পরাণ’ এবং নুসরাত ইমরোজ তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’, দেখানো হয়েছে।

২৭ জুলাই, বৃহস্পতিবার এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য সম্প্রচারমন্ত্রী ও এমপি ডক্টর হাসান মাহমুদ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু-সহ বহু বিশিষ্টরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...