প্রকাশিত হল পুসকাস পুরস্কারের তালিকা, বাদ রোনাল্ডো

একটা গোটা ফুটবল মরশুমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঠিক কতগুলি গোল হয় তার কোনও ইয়ত্তা নেই। কিন্তু সেই সমস্ত গোলের মাঝেও থাকে বেশ কিছু দুর্দান্ত গোল যা বারবার দেখতে মন চায়। আর সেই সমস্ত গোলদাতাদের মধ্যে ফিফা প্রতি বছর একজনকে বিশেষ একটি পুরস্কার দেয়। আর সেই পুরস্কারটি নামাঙ্কিত হয়েছে হাঙ্গেরির কিংবদন্তী ফুটবলার ফেরেঙ্ক পুসকাস-এর নামে। এই বছরও ফিফা পুসকাস পুরস্কারের জন্য ১০টি সেরা গোলের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটি হল,

. ম্যাথিউস কুনহা – (আরবি লিপজিগ) বনাম বায়ার্ন লেভারকুসেন

. জলাটান ইব্রাহিমোভিচ – (লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি) বনাম টরন্টো এফসি

. লিওনেল মেসি – (বার্সেলোনা) বনাম রিয়াল বেটিস

. আজারা এনচৌট – (ক্যামেরুন মহিলা দল) বনাম (নিউজিল্যান্ড মহিলা দল)

. ফাবিও কুয়াগ্লিয়ারেল্লা – (সাম্পদোরিয়া) বনাম নাপোলি

. হুয়ান ফার্নান্দো কুইন্তেরো – (রিভার প্লেট) বনাম রেসিং ক্লাব

. এমি রডরিগেজ – (উটাহ রয়্যালস) বনাম স্কাই ব্লু এফসি

. বিলি সিম্পসন – (ক্লিফটনভিল লেডিস) বনাম সিওন সুইফ্ট লেডিস

. অ্যান্ড্রোস টাউনসেন্ড – (ক্রিস্টাল প্যালেস) বনাম ম্যানচেস্টার সিটি

১০. ড্যানিয়েল জোরি – (ডেব্রেচেন) বনাম ফেরেঙ্কভারোস

২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা এই পুরস্কারটি চালু করেছিল। বছর পোর্তোর বিরুদ্ধে প্রায় ৪০ গজ দূর থেকে গোল করার জন্য প্রথমবার পুরস্কার পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এরপর পুরস্কার পেয়েছেন হামিট আল্টিনটপ (২০১০), নেইমার (২০১১), মিরোস্লাভ স্টচ (২০১২), জলাটান ইব্রাহিমোভিচ (২০১৩), হামেস রডরিগেজ (২০১৪), ওয়েন্ডেল লিরা (২০১৫), মোহাম্মদ ফাইজ সুব্রি (২০১৬), অলিভিয়ের জিরু (২০১৭) মহম্মদ সালাহ (২০১৮) এখনও পর্যন্ত এই পুরস্কারের ভাগ্য শিকেয় ছেড়েনি আর্জেন্টিনীয় বরপুত্র লিওনেল মেসির। এইবছর তালিকায় থাকলেও তিনি কি শেষ পর্যন্ত পুরস্কারটি তুলতে পারবেন? তা সময়ই বলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...