সন্দীপ ভট্টাচার্যের উদ্যোগে এফ.বি.এস.সি

বাণিজ্য, সমাজ ও সংস্কৃতিকে একই ছাতার তলায় আনতে অভিনব প্রয়াস নিলেন অভিনেতা সন্দীপ ভট্টাচার্য। তাঁর উদ্যোগেই আইসিসিআর-এ সম্প্রতি অনুষ্ঠিত হল ফোরাম ফর বিজনেস সোশ্যাল কালচারাল ইনিশিয়েটিভ। 'এফ.বি.এস.সি'।  অনুষ্ঠানে ছিলেন সৌমশংকর রায় ও সুদর্শন চক্রবর্তী। এই অনুষ্ঠান আয়োজন করার মূল লক্ষ্য সমাজের তিনটি গুরুত্বপূর্ণ দিক ব্যবসা সামাজিক কাজ ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন।
যারা ব্যবসা করতে চায় তাদের আর্থিক ভাবে সাহায্য করা ও ব্যবসার জন্যে সঠিক দিশা দান করা যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে তাদের ব্যবসা। তবে শুধু মাত্র ব্যবসায়ী নয় অন্য বিষয় নিয়েও সকলকে সাহায্য করার চেষ্টা করার প্রয়াস নেওয়া হয়েছে 'এফ.বি.এস.সি' অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এছাড়াও শিল্পীদের কীভাবে উন্নতি করা যায় ও তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানে। যেহেতু সন্দীপ ভট্টাচার্য নিজেও একজন শিল্পী তাই অন্য শিল্পীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...