বিশিষ্ট ক্রীড়াবিদরা পেলেন খেলাশ্রী

প্রতি বছরের মত এবছরও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, সন্মানিত করা হল ক্রীড়াজগতের ব্যাক্তিত্বদের। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে খেলাশ্রী পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট ক্রীড়াবিদদের হাতে। জীবনকৃতী সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতিতিনি আপ্লুত জীবনের শেষ সময়ে এসে এই সম্মানে সম্মানিত হতে পেরে।

   ফুটবল জগতে ‘বাংলার গৌরব’ সম্মানে গৌরবান্বিত হলেন পরিমল দে, দেবজিৎ ঘোষ, চৈতালি চ্যাটার্জ্জি ও তুষার রক্ষিত। ‘ক্রিকেটের ক্রীড়াগুরু’ পুরস্কার পেলেন স্বপন সাধুবক্সিং বিভাগে একই পুরস্কার পেলেন মহঃ আলি কামার। এছাড়াও বিভিন্ন খেলায় বিভিন্ন পুরস্কার দেওয়া হল বিশেষ ব্যাক্তিত্বদের। সোমবারের সকালটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল এক অন্যরকম সকাল। যেন খেলার উৎসবে মাতোয়ারা ৮ থেকে ৮০ ক্রীড়াপ্রেমিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এদিন উপস্থিত ছিলেন অগনীত মানুষ। মুখ্যমন্ত্রীর প্রেরণায় প্রত্যেকেই উৎসাহিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...