'আভরিনির' প্রদর্শনী

 নারী মাত্রই সাজতে ভালোবাসে। বলাই বাহুল্য, সাজ অসম্পূর্ণ থেকে যায় অলঙ্কার বা গয়না ছাড়া। সঠিক অলঙ্কার বা আভরণ নির্বাচন নারীর রূপকে পূর্ণতা দেয়। এই কথা মাথায় রেখে শুরু হয়েছিল 'আভরিনির' পথ চলা। একটু একটু করে পথ চলতে চলতে মনে হল প্রাথমিক সাজটাই বা কেন নয়? যেমন ভাবা, তেমনি কাজ। আভরণের সঙ্গে আবরণ যুক্ত হয়ে আভরিনি যেন পূর্ণতা পেল। অলংকারের সঙ্গে সঙ্গে পোশাকের সমাহার আভরিনিকে সর্বজনগ্রাহ্য় করে তুলল। এই সকল সম্ভার নিয়ে সম্প্রতি যিনি প্রদর্শনীর আয়োজন করেছিলেন তিনি একধারে সঞ্চালিকা, আবৃত্তিকার, অভিনেত্রী রিনি বিশ্বাস। প্রদর্শনীর সম্ভারে ছিল গয়না, শাড়ি, টিশার্ট এবং পাঞ্জাবি। একেকটি কালেকশনের বিশেষত্ব ছিল এগুলোর রি-ডিজাইনিং শৈলীতে। কানের দুল, হাতের চুড়ি, আঙটি, নাকছাবি থেকে শুরু করে শাড়ি,পাঞ্জাবি সবেতেই রয়েছে সাবলীল রুচির সুচারু চিন্তার সুপ্রকাশ। রিনির হাতে সযত্নে সেজে ওঠা আভরণ, তাই এই সম্ভারের নাম 'আভরিনির হাট'  

dress

শত ব্যস্ততার মাঝে, শিল্পী 'রিনি' কিভাবে সময় করে সাজিয়ে তুলেছেন 'আভরিনির হাট', জানালেন সানন্দে। ছোটবেলা থেকেই সাজের জন্য পছন্দ করে কিনে আনা কোন ছোট কানের দুল বা চুড়ি, বাড়িতে এসে নতুন করে সাজিয়ে পরতে পছন্দ করতেন তিনি। কেন এমন ইচ্ছা তার উত্তরে রিনি জানালেন, আভরণে নিজের ছোঁয়া রাখতে ভালো লাগার কথা। এমন ইচ্ছে থেকেই আভরিনির হাটে পছন্দগুলোকে সকলের সাথে ভাগ করে নেবার উদ্দেশ্যেই বেশ কিছু বছর ধরে আভরণের ডালি নিয়ে হাজির তিনি। আভরিনির এই প্রদর্শনীতে রিনির ঝুলিতে ছিল আরো একটি বিশেষ চমক। তাঁর লেখা প্রথম বই 'রিনুর বই' অন্যান্য ভূমিকার সাথে এবার লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ ঘটল তাঁর। ব্লগিং সাইট হোক বা জনপ্রিয় সামাজিক মাধ্যম, তাঁর রচনার প্রকাশ ঘটলেও বই-এর আকারে এই প্রথম উঠে এল সঞ্চালিকা রিনির আরো একটি দিক। আভরিনির হাটে সাজ-সজ্জার পাশাপাশি ছিল সদ্য বইমেলায় প্রকাশিত হওয়া 'রিনুর বই'-বইটি। আগত দর্শনার্থীদের ভিতর বইটির সাড়াও ছিল বেশ। গল্প আকারে রিনুর জীবনের বৈচিত্রময় রসের আঁধারে স্তরে-স্তরে এগিয়েছে 'রিনুর বই'   

আভরিনির হাটের প্রথম দিকের চলা শুরু হয়েছিল হাতে বানানো বা নতুন করে সাজিয়ে তোলা গহনা নিয়ে। সাথে ছিল রিনির বিশেষ পছন্দের 'মেখলা'-র রকমারি পরিবেশনা। ক্রমেই যোগ হয়েছে নতুন ধরণের উপাদান। আভরিনির হাটের আরো একটি বিশেষত্ব পরিবারের সকলের জন্য কিছু না কিছু উপহার সামগ্রীর সন্ধান এখানে মিলেই যাবে। বাহারি ডিজাইন কাপড়ের তৈরী ডায়েরি, চুলের কাঁটা, হাল ফ্যাশনের গামছা দিয়ে তৈরী পাঞ্জাবি, হাতে লেখা টি শার্ট এসব কিছুই উপহার হিসেবে আপনার নজর কাড়বেই 'আভরিনির হাট' সংগ্রহে। আপাতত 'আভরিনির হাট'-এর ফ্যাশন আইটেম এ চোখ বোলাতে খুঁজে দেখা যেতে পারে পরিচিত সামাজিক মাধ্যম সাইটে। ভবিষ্যতে নিজস্ব বুটিক সাইট ওপেন করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন রিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...