আমাদের শহর তথা দেশ এমনকি সমগ্র পৃথিবীতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দূষণ। পরিবেশ দূষণ, বায়ু দূষণ যা-ই বলুননা কেন, দূষণ যে আমাদের, বলা ভাল পরিবেশবিদদের ঘুম কেড়ে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই বিভিন্ন ভাবে চলেছে পরিবেশকে বাঁচানোর প্রক্রিয়া। সম্প্রতি আমরা জেনেছি, আমাদের শহরে বসছে এয়ার পিউরিফায়ার। আরও একটা খবর আমাদের পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী ১৫ অগাস্ট থেকে ২০০ বছরের পুরনো তামিলনাড়ুর পাহাড়ি শহর উটিতে সব ধরণের প্লাস্টিক বস্তু নিষেধ করা হচ্ছে।
নীলগিরি জেলা প্রশাসন এমনটাই জানাল সোমবার। পানীয় জলের বোতল, খাবার মোড়ার প্লাস্টিক সহ বিভিন্ন রকম প্লাস্টিক এই আওতায় পড়ছে। মাদ্রাজ হাইকোর্ট গত মাসেই সরাসরি নীলগিরি জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশ দিয়েছিল, যার জেরেই এই সিদ্ধান্ত গ্রহণ। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর উটিতে প্রায় ৫০ লক্ষ পর্যটক বেড়াতে আসেন। এছাড়াও শহরে প্রায় ৮০ হাজার মানুষের বাস। ছোট্ট এই পার্বত্য শহরটি দিনের পর দিন দূষিত হচ্ছে, বিভিন্ন রকম প্লাস্টিকের দ্বারা। নীলগিরি পার্বত্য অঞ্চলের এক বাসিন্দা সেই কারনে আদালতে একটি মামলা করেন, তার ভিত্তিতেই আদালত উক্ত সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছিলেন, পর্যটকদের নিয়মিত যাতায়াতে ওই অঞ্চলে বাড়ছে জঞ্জাল। একই সঙ্গে বেড়ে চলেছে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার ও তার বর্জ্য, যা পাহাড়ি এলাকার জন্য যথেষ্ট ক্ষতিকর।
এই মর্মেই ২৪জুন নীলগিরি জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেহেতু প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করা হয়েছে, সেই কারনে প্রশাসন জাতীয় সড়কের ধারে অনেকগুলি অত্যাধুনিক পরিশ্রুত পানীয় জল স্টেশনের ব্যবস্থা করবে। যার বেশিরভাগটাই থাকবে উটি ও অন্যান্য পর্যটনস্থলগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, কোদাইকানাল-এও প্লাস্টিক বন্ধ হতে চলেছে। এভাবেই তামিলনাড়ুর পার্বত্য নগরী দূষণমুক্ত হয়ে উঠবে আশা করা যায়।
 In English
													
