সুরসৃষ্টির স্বাধীনতা যখন অবাধ

 

একজন সঙ্গীতজ্ঞ এবং আইনজ্ঞ একটি গাণিতিক পরিভাষা ব্যবহার করে যে কোনও রকমের সম্ভাব্য গানের সুর তৈরী করার উপায় বের করে ফেললেন। এর মাধ্যমে যে কোনও রকম কপিরাইটের ব্যবস্থা উঠে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ড্যামিয়েল রিল, প্রোগ্রামার নয়া রুবিনের সঙ্গে কাজ করে একটি সফটওয়্যার বানিয়েছেন, যেখানে প্রতি সেকেন্ডে ৩,০০,০০০ সুর তৈরী করা যেতে পারবে। এটি তৈরি করে তিনি ৮টি নোট নিয়ে তৈরি ৬৮ বিলিয়ন ক্যাটালগ তৈরি করে ফেলেছেন।

              এবারে সেই সুরগুলির কপিরাইট তৈরি করে তা জনসাধারনের সকলের উদ্দেশ্যে প্রকাশ করে দিয়েছেন। এর ফলে যে সব সংগীতজ্ঞরা কপিরাইট নিয়ে বাড়বাড়ন্ত করত এবং সেই মর্মে মামলা করার আওয়াজ তুলত তাদের অসৎ উদ্দেশ্য বন্ধ হবে। এই প্রসঙ্গে ড্যামিয়েল রিল জানান, এই সুরগুলি তৈরির মাধ্যমে তিনি সবাইকে জানাতে এবং বোঝাতে চেয়েছেন, সুর সৃষ্টির কোনও রকম বাধ্যবাধকতা নেই। অনন্ত সুর তৈরি করতে পারেন সুরস্রষ্টা এবং সেক্ষেত্রে 'কপিরাইট' নামক প্রতিবন্ধকতা দিয়ে কাউকে আটকে রাখা যাবেনা।

             রিল জানান, জর্জ হ্যারিসন, শিফনের 'হি'জ সো ফাইন' থেকে সুর চুরি করার দায়ে তাঁর 'মাই সুইট লর্ড হোম' গানটির জন্য দীর্ঘ তিন দশক ধরে বিচারাধীন ছিলেন। তার ফলে প্রাক্তন বিটল-এর গায়ক না জেনে চুরির কারণে নিজেকে দোষী ভেবেছেন। সম্প্রতি গ্র্যামি পুরস্কার প্রাপক স্যাম স্মিথের গান 'স্টে উইথ মি' এবং টম পেটি' বিখ্যাত গান 'আই ওন্ট ব্যাক ডাউন' -এর সঙ্গে কপিরাইট বির্তকে জড়িয়ে গেছে। স্মিথ বলছেন, তিনি কোনওদিন টম পেটির গানটি শোনেননি এবং যে তিনটি নোটের সুরের মেলবন্ধন বিষয়টির ওপর কপিরাইটের প্রশ্ন উঠছে, সেটিও তিনি কোনওদিন আগে শোনেননি। এটা পুরোটাই একটা সমাপতন।

            যে নতুন সুরগুলো তৈরি হয়েছে, সেগুলো মিডি (MIDI) তে স্টোর করা থাকবে। যা এখন পাওয়া যাবে "এভরি মেলোডি দ্যাট'স এভার একজিস্টেড অ্যান্ড এভার ক্যান একজিস্ট" নামে। রিল-এর মতে হয় কপিরাইট উঠে যাওয়া উচিত নয়তো নতুন আইন হওয়া উচিত এই বিষয়ে। তাঁর মতে যে কোনও গানের যে কোনও সুর শুধুমাত্র কিছু গাণিতিক নিয়ম মেনে সৃষ্টি করা হয়, সেগুলির কোনওরকম কপিরাইট থাকা উচিত নয়। কাজেই যে কোনও সুর যে কেউ নির্মাণ করতে পারেন, আগে থেকে না শুনেও। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সফটওয়্যারের মাধ্যমে যে বিপুল সংখ্যক সুর সৃষ্টি করা হয়েছে, তা সুরনির্মাতাদের আরও স্বাধীনতা দেবে। এই সফটওয়্যারের যে কোনও সুর যে কোনও শিল্পী ব্যবহার করতে পারবেন কোনও রকম সঙ্কোচ না করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...