সরস্বতী পুজোয় শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী, তারপরেই কি বিদায় নেবে শীত?

আসছে সরস্বতী পুজো। এবারে ১৪ই ফেব্রুয়ারি পরেছে মা সরস্বতীর পুজো। সেদিন বাংলায় চলে বাংলার ভ্যালেন্টাইন্স ডে। তবে, এবারে এদিন রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। তাই সরস্বতীর আরাধনা করার আগে থেকেই চলবে প্রেমের সপ্তাহ।

আলিপুর আবহাওয়া দফতর থেকে শোনা যাচ্ছে আরও এক সুখবর! জানা গিয়েছে এই গোটা প্রেমের সপ্তাহে ফের ফিরবে কমল শিরশিরে শীত। রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এবং আগামী শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে।

তবে, সরস্বতী পুজোর পরেই কি বাংলা থেকে বিদায় নেবে শীত? সকল রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে  জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা এমনভাবেই কমবে।

অন্যদিকে, কলকাতা শহরে তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে । তবে ১৫ ডিগ্রির নিচে নামার কোনও সম্ভাবনা নেই।

এছাড়া জানা গিয়েছে যে আপাতত দক্ষিণবঙ্গে এখন আর বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আগামী দুদিন সকালে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তবে বেলা বাড়লেই সেই কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং সাথে দেখাও মিলবে রোদের।

অন্যদিকে।, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী দুদিন কমবে তাপমাত্রা। বিহার, ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরামেও বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। এছাড়া পূর্ব ভারতের রাজ্যগুলিতে হতে পারে বৃষ্টি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...