বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে এলন মাস্ককে সরালেন এই ব্যক্তি! কে এল এই স্থানে?

এবার বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে এল নতুন নাম। এতদিন অর্থাৎ গত নয় মাসেরও বেশি সময় ধরে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় ছিলেন টেসলা নির্মাতা ও টুইটারের সিইও এলন মাস্ক। এবার সেই স্থানই হারালেন তিনি। এই মূহূর্তে বিশ্বের সেই তালিকায় তিনি আর নেই।

তাহলে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন কে?

জানা গিয়েছে এলন মাস্ককে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রথমবার মাস্ককে এই স্থান থেকে সরিয়ে এসে পৌঁছালেন। 

ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সে জানা গেছে যে সোমবার টেসলার শেয়ার ৭.‌২ শতাংশ পড়ে যায়। ফলে, ব্লুমবার্গের হিসাব অনুযায়ী এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭.‌৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, সোমবার বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০.৩ বিলিয়ন ডলার। 

এছাড়া রিপোর্ট বলছে যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের গত এক বছরে লাভ হয়েছে ২৩ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে টেসলার সিইও এলন মাস্ক হারিয়েছেন প্রায় ৩১ বিলিয়ন মার্কিন ডলার। ফলে অঙ্কের হিসেব অনুযায়ী দেখলে, দেখা যাচ্ছে যে বেজোসের লাভের অঙ্কের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে টেসলার সিইওর।  

image_2024_03_05T10_11_11_863Z

আরও জানা গিয়েছে ২০২১ সাল থেকে এলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পৌঁছেছিলেন। এই প্রথমবারের মতো সেই স্থান হারালেন তিনি। ৫ বিলিয়ন মার্কিন ডলারের পে প্যাকেজ মামলায় সদ্য ধাক্কা খেয়েছেন মাস্ক। এদিকে বেজোস তাঁর আর্থিক সাম্রজ্য সৌভাগ্য গড়ে তোলেন অ্যামাজনে ৯ শতাংশের স্টেক ঘিরে।

একদিকে টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিঙ্কের প্রধান হিসেবে রয়েছেন এলন মাস্ক। অন্যদিকে, বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই–কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছেন। এছাড়াও তিনি মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, বিশ্বের সেরার সেরা ধনীর তালিকায় শীর্ষে বেজোসের এই প্রথম নয়। তিনি প্রথমবার ২০১৭ সালে বিল গেটসকে এই স্থান থেকে সরিয়ে সেই স্থান দখল করেছিলেন। এবার ফের এলন মাস্ককে সরিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় আসেন জেফ বেজোস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...